প্রতিবেদন : কান্দি বহরমপুর ১১ নম্বর রাজ্য সড়কের উপর নতুন রণগ্রাম ব্রিজ তৈরির কাজ শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে ওই ব্রিজের উদ্বোধন করবেন বলে তৃণমূল কংগ্রেস সদস্য অপূর্ব সরকারের প্রশ্নের উত্তরে পূর্তমন্ত্রী পুলক রায় বুধবার বিধানসভায় জানিয়েছেন। তিনি বলেন, ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু তৈরির ফলে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলার মানুষদের সুবিধা হবে। দেড় বছর ধরে মুর্শিদাবাদের এই গুরুত্বপূর্ণ সেতু তৈরির কাজ চলছে।
আরও পড়ুন-অনলাইন গেম, ক্যাসিনোয় জিএসটি ২৮%
১৯৩৮ সালে ব্রিটিশ আমলে লোহার রণগ্রাম সেতু তৈরি হয়েছিল। কিন্তু তার স্বাস্থ্য পরীক্ষার পর সেখান দিয়ে ভারী পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কান্দি, সাঁইথিয়া সহ দক্ষিণবঙ্গের বহু এলাকায় পৌঁছনোর ক্ষেত্রে এই সেতুই একমাত্র ভরসা। কয়েক বছর আগে পুরনো সেতুটির শেষ প্রান্তে প্রায় ১২ মিটার এলাকা ভেঙে যায়। রক্ষণাবেক্ষণের অভাবে এই সেতুটি জরাজীর্ণ হয়ে পড়ে। দু’বছর আগে দ্বিতীয় রণগ্রাম সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরই দ্রুত গতিতে এই সেতু নির্মাণের কাজ শেষ করা হয়েছে।