সংবাদদাতা, শিলিগুড়ি : পুরসভার নতুন ভবনের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। দীর্ঘদিন ধরেই একটি ভবনেই কাজ চলত শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের। কর্মী সংখ্যা ক্রমশ বৃদ্ধি হওয়ার জন্য কাজের সমস্যা হচ্ছিল। তাই পুরনিগমের দায়িত্ব নেওয়ার পরে নতুন তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড নতুন ভবন তৈরি করার উদ্যোগ নেয়। রাজ্য সরকারের অনুমোদন নিয়ে জি প্লাস ফোর ভবন তৈরি হয়। শনিবার মেয়র গৌতম দেব নিজে ভবনের উদ্বোধন করেন। ছিলেন রঞ্জন সরকার, মিলি সিনহা-সহ পুরসভার মেয়র পরিষদ কাউন্সিলর ও আধিকারিকরা। মেয়র গৌতম দেবের হাতে নতুন নকশায় আধুনিক পরিকাঠামোয় গড়ে ওঠে চারতলা নবনির্মিত ভবন। যদিও এই পুরভবনের এখনও সমস্ত তলের কাজ সম্পন্ন হয়নি। তবে মহালয়ার শুভক্ষণে নতুন ভবনের একাংশের কাজ সম্পন্ন করে সেখানে প্রবেশ করেন মেয়র নিজে। তিলতলায় কাজ সম্পন্ন করা হয়েছে নবনির্মিত ভবনের। মেয়র বলেন, ভবনের (Siliguri) কাজ সম্পন্ন হলে উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হবে।
আরও পড়ুন- জাগোবাংলা উৎসব সংখ্যা প্রকাশ, জয়ী ব্যান্ডের গানে মাতলো মঞ্চ