রোনাল্ডোর দাপটে মূলপর্বে পর্তুগাল

Must read

লিসবন, ১৪ অক্টোবর : ২০২৪ ইউরোর মূলপর্বে পর্তুগাল (portugal)। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে স্লোভাকিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়ে মূলপর্বের টিকিট আদায় করে নেন পর্তুগিজরা। অন্যদিকে, ইউরোর মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ফ্রান্স এবং বেলজিয়ামও। ঘরের মাঠে গঞ্জালো র‍্যামোসের গোলে ১৮ মিনিটেই এগিয়ে গিয়েছিল পর্তুগাল। ২৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ডো। তবে ৬৯ মিনিটে ডেভিড হ্যানকোর গোলে ১-২ করে ফেলেছিল স্লোভাকিয়া। যদিও ৭২ মিনিটে ফের গোল করে পর্তুগালকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন রোনাল্ডো। খেলা শেষ হওয়ার মিনিট দশেক আগে ব্যবধান ২-৩ করেন স্লোভাকিয়ার স্ট্যানিস্লাভ লোবোটকা। যদিও পর্তুগালের (portugal) জয় তাতে আটকায়নি।
ইউরোর অন্য একটি ম্যাচে কিলিয়ান এমবাপের জোড়া গোলে নেদারল্যান্ডসকে ২-১ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-র শীর্ষে থেকেই ইউরোর টিকিট ছিনিয়ে নিলেন ফরাসিরা। এদিকে, অস্ট্রিয়াকে ৩-২ গোলে হারিয়ে ইউরোর মূলপর্বে পৌঁছে গিয়েছে বেলজিয়ামও। দোদি লুকবাকিও জোড়া গোল করেন। একটি গোল করেন রোমেলু লুকাকু। ফলে ৫৮ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল বেলজিয়াম। ৭২ ও ৮৪ মিনিটে অস্ট্রিয়া পরপর দু’টি গোল করলেও, হার বাঁচাতে পারেনি।

আরও পড়ুন- জাগোবাংলা উৎসব সংখ্যা প্রকাশ, জয়ী ব্যান্ডের গানে মাতলো মঞ্চ

Latest article