সংবাদদাতা, কোচবিহার : সুসজ্জিত ট্যাবলো (tableau) নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কোচবিহার জেলায় শুরু হল রাজ্য সরকারের রাস্তাশ্রী প্রকল্পের প্রচারাভিযান। শুক্রবার পতাকা নেড়ে কোচবিহার জেলা পরিষদ ভবনের সামনে থেকে সূচনা হয় রঙচঙে এই শোভাযাত্রার। শোভাযাত্রায় পা মেলান জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, সহ-সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া, জেলাশাসক পবন কাদিয়ান, পুলিশ সুপার সুমিত কুমার, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, শুচিস্মিতা দেবশর্মা, নিরঞ্জন দত্ত প্রমুখ বিশিষ্টজনেরা।
আরও পড়ুন-কেন্দ্রের স্বীকৃতি বনগাঁ হাসপাতালের
শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলাশাসকের দফতরের সামনে এসে শেষ হয় শোভাযাত্রা। প্রসঙ্গত, রাস্তাশ্রী প্রকল্পে এই জেলায় মোট ৩৭০টি রাস্তার কাজের সূচনা হয় এই সঙ্গে। মোট ৮৫০ কিলোমিটার রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ ও সংস্কার হবে এই প্রকল্পে। এ প্রসঙ্গে জেলাশাসক পবন কাদিয়ান বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা রাস্তাশ্রী প্রকল্পের অন্তর্গত যেসব রাস্তার কাজ করছি তার আইইসি ক্যাম্পেইনিং চলছে জেলা জুড়ে। সেই প্রচারের অংশ হিসাবে শুক্রবার জেলা পরিষদের থেকে জেলাশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। এখনও পর্যন্ত রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে জেলা জুড়ে ৩৭০টি রাস্তার ৮৫০ কিলোমিটার রাস্তার কাজ শুরু করেছে জেলা প্রশাসন।’