বাংলা জুড়ে মোট ৭০০ কোটি টাকা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাওড়ার সাঁতরাগাছির প্রশাসনিক সভা থেকে তিনি হাওড়ার ৩৩টি প্রকল্পের জন্য বরাদ্দ ২০০ কোটি ৩৭ লক্ষ টাকা। ১৫ লক্ষ ১৭ হাজার ৮৮৭ জন মানুষ উপকৃত হবেন। একইসঙ্গে ৭৬টি প্রকল্পের সূচনা হয়। বরাদ্দ ৪৫১ কোটি ৬২ লক্ষ টাকা। ৫৫ লক্ষ ৮৩ হাজার ৭৪৪ জন মানুষ সরাসরি উপকৃত হবেন। হাওড়ার প্রায় দেড় লক্ষ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হয়। উদ্বোধন হয়েছে ৩৭ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ২৪০ শয্যার আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল, মজা দামোদর খালের ওপর ভবানীপুর রোড থেকে পাঁচারুল বাসস্ট্যান্ড পর্যন্ত ৪ কোটি ২১ লক্ষ টাকা ব্যয়ে নতুন রাস্তা। ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে শিবপুর ঘাট সংস্কার ও সৌন্দর্যায়ন, ৪ কোটি ৬৩ লক্ষ টাকা ব্যয়ে হাওড়ার ৩ নম্বর জেটিতে নতুন গ্যাংওয়ে, ১ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে বি-গার্ডেন থানার নতুন ভবনও নির্মাণ হয়। ৫৬ কোটি টাকা ব্যয়ে ডোমজুড় ও জগৎবল্লভপুরে হাওড়া-আমতা রোডকে সাড়ে ১২ কিমি থেকে ২৯ কিমি পর্যন্ত, ২১ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে বালি-জগাছা ব্লকে সালকিয়া-চণ্ডীতলা রোডকে ১১ কিমি থেকে প্রায় ১৬ কিমি পর্যন্ত বর্ধিতকরণ হয়। বেলুড়ের জগন্নাথঘাটে ৪ কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয়ে গ্যাংওয়ে ও পল্টুন জেটি, বাসস্ট্যান্ড, বাস টার্মিনাস-সহ ২৩ কোটি ২০ লক্ষ টাকার ১৫টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ৯৬ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে জেটি-সহ ৩০টি প্রকল্পের উদ্বোধন করেন। ২৩ কোটি ৩০ লক্ষ টাকায় ৫৬টি নতুন সরকারি বাসেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ১৫ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে হাওড়া ও বিরাটিতে হয় তিনটি দমকল কেন্দ্র। পূর্ব মেদিনীপুরে ৫টি ফেরিঘাট ও ভাসমান সেতুরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- প্রশ্ন জমা দিয়ে অনুপস্থিত, বিধায়কদের কড়া বার্তা অধ্যক্ষের