আগামিকাল উদ্বোধন হতে চলেছে পশ্চিমবঙ্গের (West Bengal)তৃতীয় এবং উত্তরপূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) । এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত যাবে এই ট্রেনটি। সোমবার গুয়াহাটি থেকে দুপুর ১২টা থেকে এই ট্রেনটিকে সবুজ পতাকা দেখানো হবে। বাণিজ্যিক ভাবে চালু হলে ট্রেনটি চালু হওয়ার পর থেকে সকালে এনজেপি থেকে ছাড়বে।
আরও পড়ুন-দিনের কবিতা
এদিন ট্রেনটি কামাখ্যা, রঙ্গিয়া জংশন, নলবাড়ি, বিজনি, নিউ বনগাইগাওঁ, কোকরাঝাড়, ফকিরগ্রাম জংশন, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, ধূপগুড়িতে দাঁড়াবে। যাত্রী পরিষেবা চালু হলে এই সব স্টেশনে দাঁড়াবে না। জানা গিয়েছে আগামিকাল গুয়াহাটি থেকে দুপুর ১২টায় ট্রেনটি ছেড়ে যাওয়ার পর কামাখ্যায় সেটা পৌঁছবে ১২টা ১৫ মিনিটে। রঙ্গিয়া জংশনে পৌঁছবে ১২টা ৫০ মিনিটে। নলবাড়িতে পৌঁছবে দুপুর ১টা ৬ মিনিটে। বিজনিতে পৌঁছবে ১টা ৫৭ মিনিটে। কোকরাঝাড়ে পৌঁছবে দুপুর ২টো ৫০ মিনিটে। ফকিরগ্রাম জংশনে পৌঁছবে দুপুর ৩টের সময়। নিউ আলিপুরদুয়ারে পৌঁছবে ৩টে ৪৮ মিনিটে। নিউ কোচবিহারে পৌঁছবে বিকেল ৪টে ৫ মিনিটে। ধূপগুড়িতে পৌঁছবে বিকেল ৪টে ৫০ মিনিটে। এরপর এনজেপিতে এসে পৌঁছবে সন্ধ্যা ৬টায়।
আরও পড়ুন-‘জিন্দলদের পড়ে থাকা জমিতে শিল্প গড়বে রাজ্য’ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
এদিকে যাত্রী পরিষেবা চালু হলে ট্রেনটি এনজেপি ও গুয়াহাটির মাঝে ৫টি স্টেশনে (নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, নিউ বনগাইগাওঁ, কামাখ্যা) দাঁড়াবে। ৪১১ কিমি পথ পার করবে সাড়ে ৫ ঘণ্টায়। বন্দে ভারত এক্সপ্রেসের গড় গতি হবে ঘণ্টায় ৭৪.৭২ কিমি। মঙ্গলবার বাদে বাকি ছ’দিন এই ট্রেন চলবে।
আরও পড়ুন-১১ মিনিটে ১১ কিমি পাড়ি, নজির কলকাতা পুলিশের
প্রতিদিন সকাল ৬টা ১০ মিনিট নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবে বন্দে ভারত এক্সপ্রেস। নিউ কোচবিহারে গিয়ে ট্রেনটি দাঁড়াবে ৭টা ৩৫ মিনিটে। ৭টা ৫০ মিনিটে বন্দে ভারত পৌঁছবে নিউ আলিপুরদুার। সকাল ৮টা ৪০ মিনিটে ট্রেনটি পৌঁছবে কোকরাঝাড়ে। নিউ বনগাইগাওঁ পৌঁছবে ৯টা ১৩ মিনিটে। ট্রেনটি কামাখ্যায় পৌঁছবে ১১টা ১৮ মিনিটে। এরপর ১১টা ৪০ মিনিটে গুয়াহাটিতে পৌঁছবে।