বাড়ছে শহরের উষ্ণতা, বৃষ্টির সম্ভাবনা নেই

প্রসঙ্গত শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস।

Must read

আজ রবিবার (Sunday) সকাল থেকেই চড়া রোদ কলকাতা জুড়ে। বিকেলের দিকে যদিও বৃষ্টি নামতে পারে বলে জানা গিয়েছে। ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ শহরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছ।

আরও পড়ুন-আগামিকাল উদ্বোধন পশ্চিমবঙ্গের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের

প্রসঙ্গত শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯০ শতাংশ, সর্বনিম্ন ৬৯ শতাংশ। গতকাল ০.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়।

আরও পড়ুন-‘জিন্দলদের পড়ে থাকা জমিতে শিল্প গড়বে রাজ্য’ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আবহাওয়া দফতর সূত্র খবর সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে । মঙ্গলবার থেকেই শহরের তাপমাত্রা আরও বাড়বে বলেই জানা গিয়েছে। ২ এবং ৩ জুন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা।

Latest article