বঙ্গ

পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র ছাড়াই আজ উদ্বোধন, ফের বিতর্কে কল্যাণীর এইমস

প্রতিবেদন : পরিবেশ সংক্রান্ত ছাড়পত্রের তোয়াক্কা না করেই ঢাক-ঢোল পিটিয়ে কল্যাণীর এইমস- এর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। পরিবেশের ছাড়পত্র নেই, পরিকাঠামো নিয়েও প্রশ্ন রয়েছে। তা সত্ত্বেও লোকসভা ভোটকে মাথায় রেখে যেনতেন প্রকারে প্রধানমন্ত্রীর হাত দিয়ে কল্যাণী এইমসের উদ্বোধন করিয়ে ফেলতে মরিয়া গেরুয়া শিবির। উদ্দেশ্য খুবই স্পষ্ট, এইমস নৌকায় সওয়ার হয়ে লোকসভা ভোট বৈতরণী পার হওয়া। যদিও আধা খ্যাচড়া পরিকাঠামো এবং উদ্বোধনের আগেই নিয়োগ-সহ একাধিক বিতর্ক আগে থেকেই রয়েছে। এবার যুক্ত হল পরিবেশ আইনকে বুড়ো আঙুল দেখানো। আগাম পরিবেশ ছাড়পত্র না নেওয়ায় বিধি লঙ্ঘনের দায়ে এইমস কর্তৃপক্ষের ওপর আর্থিক জরিমানা ধার্য করেছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তাদের উপর ১৫ কোটি ১০ লক্ষ টাকার বেশি জরিমানা ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র।

আরও পড়ুন-সহজ আশ্রমে মহিলাদের ডোকরা ওয়ার্কশপ

পরিবেশগত ছাড়পত্র দেওয়ার উপর সুপ্রিম কোর্টের একটি স্থগিতাদেশ রয়েছে। যতক্ষণ না পর্যন্ত সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হচ্ছে ততক্ষণ এই ছাড়পত্র দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে পর্ষদ। ছাড়পত্র দেওয়া না হলে ‘কনসেন্ট টু অপারেট’ দেওয়াও সম্ভব নয় বলেই জানা গিয়েছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বলেছে, কল্যাণী এইমস তাদের নতুন বিল্ডিংয়ের জন্য পরিবেশ সংক্রান্ত কোনও ছাড়পত্র নেয়নি। ফলে উদ্বোধনের আগেই নতুন বিতর্কে এইমস। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণীতে এইমস গড়ার কথা বলেন। কেন্দ্র অনুমোদন দেওয়ায় কলকাতা থেকে ৫০ কিমি দূরে কল্যাণীতে ১৮০ একর জমিতে হাসপাতাল তৈরির কাজ শুরু হয় ২০১৫ সালে। ২০১৯ সালের সেপ্টেম্বরে মেডিক্যাল কলেজটি চালু হয়। এ বার পূর্ণ রূপে হাসপাতাল চালু হতে চলেছে। রবিবার ভার্চুয়ালি হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কিন্তু তার আগেই নতুন বিতর্কে জড়িয়ে গেল এইমস।

আরও পড়ুন-আন্তর্জাতিক কেক উৎসব

এখন প্রশ্ন উঠছে, আসন্ন লোকসভা ভোটের দিকে তাকিয়েই কি তড়িঘড়ি এইমস চালু করতে চাইছে কেন্দ্র? তাই কি পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র নেওয়া হয়নি? এ বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্র বা এইমস কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠান বাতিল নিয়েও কোনও ঘোষণা হয়নি। রবিবার এই হাসপাতালের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের দিন স্থির হলেও এই হাসপাতালে অনেকদিন আগে থেকেই চিকিৎসা পরিষেবা পাচ্ছেন রোগীরা।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago