প্রতিবেদন: বাহিনীর তিন শাখা অর্থাৎ সেনা, নৌসেনা এবং বায়ুসেনার কমান্ডার ইন চিফ এবং অফিসার ইন কমান্ডদের হাতে জওয়ানদের বিরুদ্ধে পদক্ষেপ করার বিলে সম্মতি দিল প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। এই বিলের প্রতিটি বিধিতে সম্মতি দিয়েছে স্থায়ী কমিটি। কোনওরকম পরিবর্তন না করেই বিলটি সংসদে পেশ করার সুপারিশ করা হয়েছে সংসদীয় কমিটির রিপোর্টে। ১৫ মার্চ বিলটি পেশ করা হয় লোকসভায়। আলোচনার পর বিলটি পাঠানো হয়েছিল সংসদীয় কমিটিতে।
আরও পড়ুন-৫ বছরে মোদি সরকারের বিজ্ঞাপনের খরচ ৩,০০০ কোটি টাকার বেশি
২৯ মে সমস্ত সদস্যদের মৌখিক সাক্ষ্য গ্রহণ করে সংসদীয় স্থায়ী কমিটি। এরপরেই বাদল অধিবেশনে বিলটি লোকসভায় পেশ করা হয়। বর্তমান আইন অনুযায়ী, বিভিন্ন বিভাগের কম্যান্ডার ইন চিফ অথবা অফিসার ইন কম্যান্ড অন্য কোনও শাখার জওয়ানদের বিরুদ্ধে কোনও আইনানুগ ব্যবস্থা নিতে পারেন না। তেমন পরিস্থিতি তৈরি হলে অর্থাৎ আইনানুগ পদক্ষেপ করতে হলে যে সার্ভিস বা শাখা থেকে সেই জওয়ান এসেছেন, তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়।