রবিবারের বাজারে এবার ইলিশ হট কেক

তাঁরা বলছেন আমদানি বেশি হওয়ায় আরও কমতে পারে ইলিশের দাম। তাই পরের সপ্তাহের মধ্যে ইলিশ বাঙালির মন ভরিয়ে দেবে এমনটাই আশা করা যায়।

Must read

প্রতিবেদন: বৃষ্টিভেজা রবিবারের বাজারে ইলিশ যেন হট কেক। মৎস্যজীবীদের জালে ইলিশ। ইলশেগুঁড়ি বৃষ্টি আর তারই সঙ্গে বাঙালির পাতে ইলিশের নানান পদ। রবিবার বাজারের থলিতে তাই শুধুই রুপালি শস্য। এদিন কলকাতার বিভিন্ন বাজারে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৫০০ টাকা কেজি দরে। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ মিলেছে ৬০০-৭০০ টাকায়।

আরও পড়ুন-তৃণমূলভীতি তাড়া করছে বিজেপিকে, আলিয়ার ছবিতে খেলা হবে সেন্সর

এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ প্রায় ১০০০ টাকা কেজি। কলকাতার মানিকতলা, রাসমণি বাজার, দমদম-সহ অন্যান্য বাজারের মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, ইলিশের আমদানি প্রচুর। দিঘা, ডায়মন্ডহারবার, বকখালি সমস্ত বন্দর থেকেই প্রচুর মাছ ঢুকেছে বাজারে। গতবার ইলিশের আকাল ছিল। কিন্তু এবার প্রচুর ইলিশ এসেছে। সমুদ্রের ইলিশ। স্বাদও খুব ভাল। মনের মতো ইলিশ কিনতে পেরে স্বাভাবিকভাবেই ক্রেতাদের মুখেও চওড়া হাসি। তবে পাইকারি বাজারের ব্যবসায়ীরা শোনাচ্ছেন আরও আশার কথা। তাঁরা বলছেন আমদানি বেশি হওয়ায় আরও কমতে পারে ইলিশের দাম। তাই পরের সপ্তাহের মধ্যে ইলিশ বাঙালির মন ভরিয়ে দেবে এমনটাই আশা করা যায়।

Latest article