তৃণমূলভীতি তাড়া করছে বিজেপিকে, আলিয়ার ছবিতে খেলা হবে সেন্সর

সেখানে ‘খেলা হবে’র মতো রাজনৈতিক স্লোগান ও দেশের জনপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশংসা বাদ দিয়েছে বিজেপি সেন্সর বোর্ডের মাধ্যমে

Must read

প্রতিবেদন : তৃণমূল ও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় তাড়া করছে সিনেমাতেও। এবার তাই সেন্সর বোর্ডের মাধ্যমে শব্দ বাদ দিতে বাধ্য করল বিজেপি। বলিউড ছবি থেকে বাদ দেওয়া হল ‘খেলা হবে’ স্লোগান ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। একইসঙ্গে বেশ কিছু সংলাপও। ঘটনার সূত্রপাত পরিচালক করণ জোহরের আসন্ন ছবি, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির ট্রেলর লঞ্চের পরেই। রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত এই ছবিতে পাঁচটি দৃশ্য নিয়ে আপত্তি তুলে তা ছবি থেকে বাদ দিতে বাধ্য করেছে সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বঙ্গ রাজনীতিতে তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান তুমুল জনপ্রিয় হয়।

আরও পড়ুন-হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা

বাঙালি সংস্কৃতি ও বাংলার প্রেক্ষাপট রয়েছে করণ জোহরের ছবিতে। সেই সূত্রেই পরিচালক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দেশের প্রথম সারির এক রাজনীতিবিদের প্রসঙ্গ রেখেছিলেন। ‘খেলা হবে’ শব্দটি ছিল অভিনেত্রী আলিয়া ভাটের মুখে। সেই সংলাপ বাদ পড়েছে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ ও প্রেক্ষাপটে থাকা দৃশ্যেও কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। যার কোনও প্রয়োজন ছিল না। শুধুমাত্র রাজনৈতিক কারণেই এই কাজটি করা হয়েছে বলে জানালেন ‘খেলা হবে’ স্লোগানের স্রষ্টা তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তাঁর কথায়, সেন্সর বোর্ডের কাজ হচ্ছে, সামাজিক অশান্তি, কোনও সাম্প্রদায়িক উত্তেজনা বা কোনও কমিউনিটিকে আঘাত করছে কিংবা একটা পর্যায়ের পর নগ্নতা সংক্রান্ত বিষয়বস্তুকে সেন্সর করা।

আরও পড়ুন-কুয়োয় পড়ে গেল ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে এনডিআরএফ

কিন্তু সেখানে ‘খেলা হবে’র মতো রাজনৈতিক স্লোগান ও দেশের জনপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশংসা বাদ দিয়েছে বিজেপি সেন্সর বোর্ডের মাধ্যমে। তৃণমূল কংগ্রেস ও আমাদের নেত্রীকে কতটা ভয় পায় বিজেপি বুঝে দেখুন। এমনিতেই ২০২১-এ হেরেছে। পঞ্চায়েত ভোটেও গোহারা হারল। এরপর লোকসভা নির্বাচনের কাছাকাছি সময়ে এই ছবি রিলিজ করবে। এই মুহূর্তে বিরোধী জোটের অন্যতম মূল কারিগর তৃণমূল সুপ্রিমো। সেখানে জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা কী করে বিজেপির সহ্য হবে? তাই কাঁচি চালিয়েছে। রাজনীতির ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সঙ্গে না পেরে এবার বলিউডের ছবিকে টার্গেট করেছে বিজেপি। সেখানেও তৃণমূলের ভূত তাড়া করছে বিজেপিকে।

Latest article