প্রতিবেদন : স্বাস্থ্য বিমার আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারিদের ক্যাশলেস চিকিৎসার ঊর্ধ্বসীমা বেড়ে দেড় লক্ষ হল। ১ মে থেকে এই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে সম্প্রতি অর্থ দফতর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে। এখন ১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পান তাঁরা। তবে সব বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে না।
আরও পড়ুন-উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, তুফানগঞ্জে নতুন মানসিক হাসপাতাল
এই ক্যাশলেসের সুবিধা সরকারি স্বাস্থ্যবিমার আওতায় থাকা বেসরকারি হাসপাতাল থেকেই পাওয়া যাবে। চিকিৎসার জন্য ভর্তি হওয়ার প্রয়োজন হলে রাজ্য সরকারি কর্মীরা এই সুবিধা পাবেন। চিকিৎসার সময় দেড় লক্ষ টাকার বেশি দরকার হলে, সেই অর্থ প্রথমে নিজেকেই দিতে হবে। পরে হাসপাতালের বিল, দফতরে জমা দিলে রি-এম্বার্সমেন্ট দেওয়া হবে। এখনও পর্যন্ত যে কর্মচারী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অর্থাৎ স্বাস্থ্যবিমায় নাম নথিভুক্ত করাননি, তাঁরা এখনও করিয়ে নিতে পারেন।