উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, তুফানগঞ্জে নতুন মানসিক হাসপাতাল

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মুখ্যমন্ত্রীর হাত ধরে ভার্চুয়ালি উদ্বোধন হল তুফানগঞ্জ মানসিক হাসপাতালের ইনডোর বিভাগের।

Must read

সংবাদদাতা, তুফানগঞ্জ : দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মুখ্যমন্ত্রীর হাত ধরে ভার্চুয়ালি উদ্বোধন হল তুফানগঞ্জ মানসিক হাসপাতালের ইনডোর বিভাগের। বৃহস্পতিবার বেলা একটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন তুফানগঞ্জ মানসিক হাসপাতালের ইনডোর বিভাগ। রাজ্যের পঞ্চম এবং উত্তরবঙ্গের একমাত্র সরকারি মানসিক সরকারি হাসপাতাল।

আরও পড়ুন-খুনের পুনর্নির্মাণ বহরমপুরে ছাত্রীহত্যা

পাঁচতলা এই হাসপাতলে ১৫০টি বেড রয়েছে। বর্তমানে দ্বিতলে প্রাথমিক ভাবে ৩০ বেড দিয়ে পরিষেবা শুরু হল। সেইসঙ্গে রোগী, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ওঠা-নামার সুবিধার জন্য বসানো হয়েছে ৩টি লিফট। এই মানসিক হাসপাতালে ইনডোর বিভাগ চালু হওয়ায় খুশি তুফানগঞ্জ-সহ আশপাশের অঞ্চলের মানুষজন। পাশাপাশি এতে উপকৃত হবেন নিম্ন অসমের বহু মানুষ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাপতি পুষ্পিতা রায় ডাকুয়া, তুফানগঞ্জের মহকুমা শাসক রোহন লক্ষ্মীকান্ত যোশী, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস, তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার মৃণালকান্তি অধিকারী, পুরসভার চেয়ারম্যান কৃষ্ণা ইশোর-সহ অন্যরা। এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস জানান, তুফানগঞ্জ মানসিক হাসপাতালের ইনডোর বিভাগের উদ্বোধন হল। আমরা প্রথমে ১৫ জন পুরুষ ও ১৫ জন মহিলা রোগী নিয়ে এই পরিষেবা চালু করলাম।

Latest article