খুনের পুনর্নির্মাণ বহরমপুরে ছাত্রীহত্যা

বহরমপুরে কলেজ ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত সুশান্ত চৌধুরিকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করল বহরমপুর থানার পুলিশ।

Must read

সংবাদদাতা, বহরমপুর : বহরমপুরে কলেজ ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত সুশান্ত চৌধুরিকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করল বহরমপুর থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সুশান্ত চৌধুরিকে তার হস্টেল এবং ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সে কোন পথে পালিয়ে ছিল, কীভাবে এসেছিল, পুরোটা দেখা হয়। জেলা পুলিশ সুপার শবরী রাজকুমার জানান, ঘটনার বেশ কয়েকদিন আগে থেকেই একটি মেসবাড়িতে ভাড়া ছিল সুশান্ত।

আরও পড়ুন-বিশ্বভারতীতে নয়া তুঘলকি কাণ্ড, নির্দোষকে ফের সাসপেন্ড

ঘটনার দিন সন্ধেবেলায় খুন করার পর পাঁচিল টপকে পালিয়ে টোটো ধরে মেসবাড়িতে পৌঁছয় সুশান্ত। রক্তমাখা জামাকাপড় বদলে লাগেজ নিয়ে টোটো ধরে কান্দি বাসস্ট্যান্ডে পৌঁছয়। সেখান থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে চারচাকা গাড়ি ভাড়া করে বাড়ির দিকে রওনা হয়েছিল। মাঝপথে সামশেরগঞ্জ থানা এলাকায় পুলিশ ধরে ফেলে। গোরাবাজারে রুটিমহল সংলগ্ন যে মেসবাড়িটিতে ভাড়া ছিল সুশান্ত, তার মালিক সুচিত্রা সাহা বলেন, ১৮ এপ্রিল কোচিং সেন্টারে পড়াশোনা করার কথা বলে মেস ভাড়া নিয়েছিল সুশান্ত। ২ মে মেস ছেড়ে দেওয়ার কথা বলেছিল।

Latest article