বঙ্গ

বাড়ছে শয্যা, শিশুসুরক্ষায় একগুচ্ছ কর্মসূচি, অ্যাডিনো রুখতে তৈরি জেলা

সংবাদদাতা, কাটোয়া : এআরআই বা অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনের (শ্বাসযন্ত্রে তীব্র সংক্রমণ) শিকার হয়ে দুই শিশুর মৃত্যুর পর অ্যাডিনো ভাইরাসের মোকাবিলায় তৎপরতা বাড়ল বর্ধমানে। যদিও ওই শিশু দুজনের মৃত্যু অ্যাডিনো ভাইরাস সংক্রমণেই কিনা, তা নিশ্চিত নয় বলে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি। নিশ্চিত হতে মৃত শিশুদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এই ঘটনার প্রেক্ষিতে নড়েচড়ে বসেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন-আমজনতার সঙ্গে মিশে গেলেন জঙ্গলকন্যা বীরবাহা

রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশমতো শিশুদের অ্যাডিনো ভাইরাস সংক্রমণ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয় পূর্ব বর্ধমান জেলা জুড়ে। সংক্রমণ রুখতে কী ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে, পরিকাঠামোগত কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কী কী সতর্কতা অবলম্বন করা হচ্ছে, সব কিছু খতিয়ে দেখতে বর্ধমান মেডিক্যাল কলেজে পরিদর্শনে যান এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। সেখানে গিয়ে জেলা স্বাস্থ্যকর্তা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। মন্ত্রী বলেন, ‘এখন শ্বাসকষ্টজনিত কারণে চিকিৎসাধীন শিশুরা ২৪ ঘণ্টাই চিকিৎসা পরিষেবা পাবে।’

আরও পড়ুন-পালযুগের ত্রিবিক্রম বিষ্ণুমূর্তি উদ্ধার কাটোয়ায়

এই মুহূর্তে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে দুশোরও বেশি শিশু ভর্তি আছে। তাদের ৪০ শতাংশের অ্যাডিনো ভাইরাস সংক্রমণের উপসর্গ রয়েছে। এই হাসপাতালের শয্যাসংখ্যা ১৮৪টি। হাসপাতালের রাধারানী ভবনে আরও ৪৮টি শয্যা বাড়ানো হচ্ছে। সংক্রমণ রুখতে আরও একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে। শিশুদের ভিড়ের মধ্যে না থাকা, স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করা নিয়ে আশাকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে সচেতন করবেন বলে সিদ্ধান্ত হয়। মহকুমা হাসপাতালগুলিতে শিশুদের বহির্বিভাগ বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে। এছাড়া জেলার প্রতিটি হাসপাতালে ২৪ ঘণ্টার জন্য থাকবেন একজন করে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক। অ্যাডিনো ভাইরাসের কবল থেকে শিশুদের যথাযথ সুরক্ষা দিতে বদ্ধপরিকর বর্ধমান জেলা।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago