এশিয়াডে ১০০ পদক জয় ইন্ডিয়া’র

Must read

এশিয়ান গেমসে (Asian Games 2023) প্রথমবার ১০০ পদক জয় ভারতের। যা ইতিহাস তৈরি করল ভারত। এবার এশিয়ান গেমসে নামার আগে থেকেই ভারতের মন্ত্র ছিল ‘ইস বার শ পার’। আর সেই মন্ত্র মাথায় রেখেই চিনের হ্যাংঝউতে পদকের সেঞ্চুরি করলেন ভারতীয় খেলোয়াড়রা। এদিন মহিলা কবাডি দলের হাত ধরে সোনা জয় হতেই এশিয়ান গেমসে ১০০টি পদক জয় ভারতের।

আরও পড়ুন- মেক্সিকোয় খাদে পড়ল বাস, মৃত বহু

প্রধানমন্ত্রী দেশবাসীকেও শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন,”নজির গড়ল ইন্ডিয়া। ভারতবাসী গর্বিত এবং রোমাঞ্চিত যে আমরা ১০০ টি পদকের একটি মাইলফলক ছুঁয়েছি। আমি আমাদের ক্রীড়াবিদদের আন্তরিক অভিনন্দন জানাই যাদের প্রচেষ্টা ভারতকে এই ঐতিহাসিক মাইলফলকের দিকে নিয়ে গিয়েছে। প্রতিটি বিস্ময়কর পারফরম্যান্স ইতিহাস তৈরি করেছে ভারত এর জেরে আমাদের হৃদয় গর্বে ভরে উঠেছে। আমি আমার দেশের ক্রীড়াবিদদের সঙ্গে আলাপচারিতার জন‍্য উন্মুখ হয়ে রয়েছি।”

এদিকে শনিবার এশিয়ান গেমসে (Asian Games 2023) একাধিক সোনার পদক ভারতের ঝুলিতে। কম্পাউন্ড তিরন্দাজির মহিলা এবং পুরুষ বিভাগে সোনা জয় ভারতের। পাশাপাশি মহিলা কবাডি দলের হাত ধরে সোনা জিতল ভারত।

Latest article