সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে দিল্লির বুকে মিছিল ‘ইন্ডিয়া’র, কালই যন্তরমন্তরে ধর্না বিরোধীদের

Must read

১৪৩ বিরোধী সাংসদকে সাসপেন্ড। এর প্রতিবাদে দিল্লির বুকে প্রতিবাদ মিছিল ‘ইন্ডিয়া’র (India alliance)। “প্রধানমন্ত্রী চান না সংসদের অধিবেশন সুষ্ঠু ভাবে চলুক। তাই উনি সংসদ অধিবেশন চালাকালীন আহমেদাবাদে, বারাণসীতে বিভিন্ন মন্তব্য করছেন, কিন্তু একবারও সংসদে এসে কিছু বলছেন না।” বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে এই ভাষাতেই কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর আরও অভিযোগ, এই সাসপেনশন সংসদীয় রীতি পরিপন্থী এবং বেআইনি। একইসঙ্গে সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদে শুক্রবার দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসবেন বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের নেতা-নেত্রীরা বলে জানান খাড়গে।

আরও পড়ুন-৩ বছরের জেল তামিলনাড়ুর উচ্চ শিক্ষামন্ত্রীর

সংসদ ভবনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করে ১৪৩ জন বিরোধী সাংসদের সাসপেনশনের প্রতিবাদে আজ দিল্লির রাজপথে প্রতিবাদ মিছিল ইন্ডিয়ার (India alliance)। এদিন পুরনো সংসদ ভবনের মেন গেট থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করেন বিজেপি বিরোধী বিভিন্ন দলের সাংসদেরা। মিছিলে অংশ নেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার নেতা অধীর চৌধুরী, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব-সহ বিভিন্ন বিরোধী সাংসদরা। তবে এখানেই শেষ নয়, এদিন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নকল করার ঘটনা নিয়েও বৃহস্পতিবার সরব হয়েছেন খাড়গে। তাঁর অভিযোগ, ধনখড় এই বিতর্কে সুকৌশলে তাঁর জাঠ পরিচয় প্রকাশ্যে এনে জাতপাতের ভাবাবেগকে উস্কে দিতে চাইছেন।

Latest article