সংসদে নিরাপত্তা বিঘ্নিত, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইন্ডিয়া জোটের

Must read

সংসদে নিরাপত্তা বিঘ্নিত (Lok Sabha security breach) হওয়ার ঘটনা নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হতে চলেছে ইন্ডিয়া জোট। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাকে স্মারকলিপি দেওয়ার ভাবনা চিন্তা করছে ইন্ডিয়া জোট। সংসদে নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে রাষ্ট্রপতির থেকে সময় চাওয়া হবে ইন্ডিয়া জোটের তরফে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টায় ইন্ডিয়া জোটের সংসদীয় নেতাদের বৈঠক হবে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে।

জানা গিয়েছে, সেই বৈঠকেই এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়াও নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে সংসদের উভয়কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবি জানাবে ইন্ডিয়া জোট এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করারও ভাবনাচিন্তা চলছে।

আরও পড়ুন- বিজেপি সাংসদ প্রতাপকে এখনই বহিষ্কারের দাবি

ইতিমধ্যে বিষয়টি সম্পর্কে বিশদে জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বুধবার দুপুরেও ইন্ডিয়া জোটের একদফা কৌশল বৈঠক হয়। সংসদে নিরাপত্তার প্রশ্নে একজোট ইন্ডিয়ার অন্তর্ভুক্ত দলগুলি। এমনকি নতুন সংসদ ভবনের অগ্নিনির্বাপক এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লি পুলিশের আধিকারিকরা বলেও জানা গিয়েছে। লোকসভার বুধবারের ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, “সাংবাদিকদের সংসদে ঢুকতে দেওয়া হচ্ছে না। অথচ, বিজেপি সাংসদের দেওয়া পাস নিয়ে সাধারণ ব্যক্তিরা ঢুকে পড়ছেন সংসদ ভবনে (Lok Sabha security breach)।”

Latest article