প্রতিবেদন : ক্ষমতার সমীকরণ বদলাতে এবার কি আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চিন? এই পরিকল্পনা সফল করতে রাশিয়াকেও পাশে চাইছে শি জিনপিং সরকার। পার্শ্ববর্তী দেশগুলির বিরুদ্ধেও লড়াইয়ে নামতে পারে চিন, এমনই চাঞ্চল্যকর দাবি চিন-আমেরিকা সম্পর্ক বিশেষজ্ঞ জনাথন ডি টি ওয়ার্ড-এর। সম্প্রতি, ‘ফক্স বিজনেস’-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন জনাথন।
আরও পড়ুন-মানবাধিকার পরিষদ থেকে বহিষ্কৃত রাশিয়া
সেখানে চিনের অভিসন্ধি নিয়ে ‘অ্যাটলাস অর্গানাইজেশনে’র প্রধান বলেন, যুদ্ধের আবহে ইউক্রেনের কুটনীতিবিদের সঙ্গে চিনা প্রতিনিধিদের ফোনালাপেই স্পষ্ট যে বেজিং দ্বিচারিতা করছে। তারা উভয়পক্ষকেই বোকা বানাচ্ছে। বাণিজ্যিক স্বার্থ রক্ষা করতে ইউরোপের দেশগুলির কাছে নিজেদের স্বচ্ছ ছবি তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু আসলে তারা মস্কোকেই সমর্থন দিচ্ছে। চিনের কৌশল, রাশিয়ার সঙ্গে জোট গড়ে তোলা। আমেরিকা ও এশিয়ার অন্য দেশগুলির সঙ্গে যুদ্ধের প্রস্তুতি হিসেবে মস্কোকেও পাশে চাইছে চিন। চিনের এমন মনোভাব নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।