রিঙ্কু, অক্ষরে সিরিজ ভারতের

ভারত ১৭৪/৯ (২০ ওভার) অস্ট্রেলিয়া ১৫৪/৭ (২০ ওভার)

Must read

রায়পুর : ব্যাটে রিঙ্কু সিং, বলে অক্ষর প্যাটেল। দু’জনের দাপটে অস্ট্রেলিয়াকে (India- Australia) হারিয়ে টি ২০ সিরিজ জিতে নিল ভারত। শুক্রবার রায়পুরে সিরিজের চতুর্থ ম্যাচে ম্যাথু ওয়েডদের ২০ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ এগিয়ে মেন ইন ব্লু। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতের প্রথম সিরিজ জয়। টি ২০ ফরম্যাটে দেশের মাটিতে টানা ১৪টা সিরিজ জয় ভারতের। রবিবার বেঙ্গালুরুতে সিরিজের শেষ টি ২০ এখন নিয়মরক্ষার।
ভারতের ১৭৪ রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি অস্ট্রেলিয়া (India- Australia)। ট্রাভিস হেড, জস ফিলিপের ওপেনিং জুটিতে ৩ ওভারেই ৪০ রান উঠে যায়। কিন্তু এরপরই দুই ভারতীয় স্পিনার রবি বিশ্নোই ও অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে বেসামাল হয়ে যায় অস্ট্রেলীয় ব্যাটিং। ফিলিপকে বোল্ড করে বিশ্নোই ব্রেক থ্রু দেওয়ার পর হেড (৩১), আরন হার্ডি (৮), বেন ম্যাকডারমটকে (১৯) দ্রুত ডাগ আউটে ফিরিয়ে ভারতের জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন অক্ষর। বাকি কাজটা সারেন অনেকদিন পর মাঠে ফেরা পেসার দীপক চাহার ও আবেশ খান। অক্ষর ৪ ওভারে মাত্র ১৬ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়েড। ভারতের প্রথম একাদশে চারটি বদল হয়। শ্রেয়স আইয়ার, মুকেশ কুমার, দীপক চাহার, জিতেশ শর্মা খেলেন যথাক্রমে তিলক ভার্মা, প্রসিধ কৃষ্ণ, অর্শদীপ সিং এবং ঈশান কিশানের জায়গায়। গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিসরা দেশে ফেরায় অস্ট্রেলিয়া দলেও পাঁচটি বদল হয়। শুরুটা ভাল হয়েছিল ভারতের। ছন্দে থাকা যশস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়াড়ের ওপেনিং জুটিতে প্রথম ৬ ওভারের মধ্যে স্কোরবোর্ডে ৫০ রান উঠে যায়। কিন্তু যশস্বী (৩৭) ফেরার পরেই দ্রুত শ্রেয়স (৮) ও অধিনায়ক সূর্যকুমারের (১) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।
পরপর ৩ উইকেট হারিয়ে যে চাপে পড়েছিল ভারত, তা কাটিয়ে দেন দুরন্ত ফর্মে থাকা রিঙ্কু। কেকেআর তারকার সঙ্গী হন ঋতুরাজ। দু’জনে মিলে চতুর্থ উইকেট জুটিতে দ্রুত ৪৮ রান তুলে ফেলেন। এরপর ঋতুরাজ (৩২) আউট হলে নবাগত জিতেশ জুটি বাঁধেন রিঙ্কুর সঙ্গে। দু’জনের পঞ্চম উইকেট জুটিতে ওঠে ৫৬ রান। রিঙ্কু (২৯ বলে ৪৬) ও জিতেশের (১৯ বলে ৩৫) সৌজন্যেই ভারত লড়াকু স্কোর করতে সক্ষম হয়। শেষ ওভারের প্রথম বলে আউট হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হাফসেঞ্চুরি মিস করেন রিঙ্কু। এদিন ভারতের ইনিংসের প্রথম ১০ ওভারের মধ্যে ব্যাট করতে নামেন নাইট তারকা। ১২তম ওভারের তৃতীয় বলে সুইচ হিটে ৮৮ মিটারের ছক্কা হাঁকান টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি। যা দেখে ডাগ আউটে বসে বিস্ময়ে হতবাক হয়ে যান অধিনায়ক সূর্যও। তাঁকে হাততালি দিতে দেখা যায়। কেকেআরের তরফেও রিঙ্কুর সুইচ হিটে ছক্কার ভিডিও ও সূর্যের প্রতিক্রিয়া শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন- বঞ্চনা ও অপমান, আজ পথে তৃণমূল

Latest article