খেলা

৯১-তেই শেষ, অশ্বিনের হাতে নাজেহাল অস্ট্রেলিয়া

নাগপুর, ১১ ফেব্রুয়ারি : রাহুল দ্রাবিড়কে কিছুই করতে হল না, অস্ট্রেলিয়া (India- Australia) কেঁপে গেল! ভারতীয় কোচ শুধু এনসিএ থেকে স্পিন কোচ সাইরাজ বাহুতুলেকে উড়িয়ে এনেছিলেন। আর রোহিতের দলে তিনজন স্পিনার জুড়ে দিয়েছিলেন। গেমম্যানশিপের চিরকালীন সম্রাট অস্ট্রেলিয়া তাতেই এমন চাপে পড়েছিল যে সেখান থেকে আর বেরোতেই পারল না! যার নিট ফল ভারতের ইনিংসে জয়। তিনদিনে নাগপুর টেস্ট জিতে ১-০ এগিয়ে গেলেন রোহিত শর্মারা। স্পিনের ভয়ে মূর্ছা যাওয়া অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে ৫ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অতিথিদের ইনিংস শেষ করেছেন ৯১ রানে।

অস্ট্রেলিয়ার (India- Australia) এক কিংবদন্তি প্রাক্তন বলেছেন, আশা করছি এই হারে আমাদের প্লেয়াররা লজ্জা পেয়েছে! ইনি অ্যালান বর্ডার। বিদর্ভ ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ার ইনিংস ও ১৩২ রানে হারের পর প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। মনে করিয়ে দেওয়ার দরকার নেই এই সিরিজ যারা জিতবে, তাদের হাতে উঠে আসবে বর্ডার-গাভাসকর ট্রফি।
কাছ থেকে অস্ট্রেলিয়া ক্রিকেটের বিপর্যয় দেখলেন আরও একজন। ইনিও তাঁর সময়ের মহাতারকা। মার্ক ও। ছিলেন কমেন্ট্রি বক্সে। ৩২.৩ ওভারে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে যেতে দেখে তিনি বলেছেন, অনেক পরিবর্তনের দরকার এই দলে। এটা এখন আর মনে করানোর দরকার নেই যে, ট্রাভিস হেডকে দলে না দেখে তীব্র প্রতিক্রিয়া দিয়েছিলেন রিকি পন্টিং। বলেছিলেন ওয়ার্নার বাদ যাবে না কেন! ওয়ার্নার এখানে দুই ইনিংসেই ব্যর্থ হলেন।

প্যাট কামিন্স ম্যাচের শেষে এটা মেনে নিয়েছেন যে, বিদর্ভ মাঠে আনপ্লেয়েবল উইকেট ছিল না। কিন্তু তারপরও এমন ভরাডুবিতে তাঁর দিকেই আঙুল উঠবে। তিনি অধিনায়ক। যে উইকেটে লোয়ার অর্ডার ভারতকে ৪০০-তে টেনে নিয়ে গেল, সেখানে অস্ট্রেলিয়ার দুই ইনিংসে রান ৬৩.৫ ওভারে ১৭৭ ও ৩২.৩ ওভারে ৯১।
রবীন্দ্র জাদেজা সকালেই ফিরে গিয়েছিলেন ৭০ রান করে। কিন্তু এরপরও ভারত ২২৩ রানের লিড নিতে পেরেছে অক্ষর প্যাটেল (৮৪) ও মহম্মদ শামির (৩৭) জন্য। দু’জনের জুটিতে উঠেছে ৫২ রান। মাত্র সাতটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে টড মারফি ১২৪ রানে নিয়ে গেলেন ৭টি উইকেট।
অনেকের মনে হয়েছিল প্রথম ইনিংসে কিছু করতে না পারা অস্ট্রেলীয় ব্যাটিং দ্বিতীয় দফায় অন্তত লড়বে। কিন্তু সেবার যদি জাদেজা ভেঙে থাকেন, তাহলে এবার সেই কাজটা নিপুণভাবে করলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর বলে অনেকটা টার্ন হয়েছে। সেটা সবার বলেই হয়েছে। কিন্তু অস্ট্রেলীয়রা যেন উইকেট জমা করার প্রতিযোগিতায় নেমেছিলেন! বল ঘুরবে এটা ভেবেই কেঁপে গিয়েছিলেন ওয়ার্নার-লাবুশানেরা।

আরও পড়ুন- কেন কমল মাধ্যমিক পরীক্ষার্থী? সোমবার ফের বৈঠক হবে নবান্নে

খোয়াজা (৫), ওয়ার্নার (১০), লাবুশানে (১৭), রেনশ (২) হ্যান্ডসকম্ব (৬) ও অ্যালেক্স ক্যারিকে (১০) নিয়ে ছেলেখেলা করলেন অশ্বিন ও জাদেজা। ৭ রানে খোয়াজা ফিরে যাওয়ার পর থেকে নিয়মিত উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। একমাত্র স্টিভ স্মিথ (২৫ নট আউট) লড়াইয়ের চেষ্টা করেছেন। কিন্তু তিনি কারও সাহায্য পাননি। গোটা ইনিংসে চারজন ব্যাটার দুই অঙ্কে পা রাখতে পেরেছেন, বাকিদের আসা-যাওয়ার মাঝে ছিল মোটে কয়েকটা বলের ব্যাবধান।
অশ্বিন মাত্র ১২ ওভার বল করে পাঁচ উইকেট নিয়ে গেলেন। তাঁর পাশে দুটি করে উইকেট জাদেজা ও শামির। একটি উইকেট অক্ষরের। এতে একটা জিনিস স্পষ্ট। নাগপুর সবার জন্য ছিল। স্পিনারদের জন্য যেমন, তেমনই সিমারদের জন্যও।

স্কোরবোর্ড, তৃতীয় দিন
অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস) ১৭৭
ভারত (প্রথম ইনিংস)
(গতকালের ৭ উইকেটে ৩২১ রানের পর)
রবীন্দ্র জাদেজা বোল্ড মারফি ৭০, অক্ষর প্যাটেল বোল্ড কামিন্স ৮৪, মহম্মদ শামি ক ক্যারি বো মারফি ৩৭, মহম্মদ সিরাজ নট আউট ১। অতিরিক্ত : ১০। মোট : (১৩৯.৩ ওভারে অলআউট) ৪০০। বোলিং : প্যাট কামিন্স ২০.৩-৩-৭৮-২, স্কট বোল্যান্ড ১৭-৪-৩৪-০, নাথান লিয়ন ৪৯-১৩-১২৬-১, টড মারফি ৪৭-১২-১২৪-৭, মার্নাস লাবুশানে ৫-০-২৪-০, ম্যাট রেনশঁ ১-০-৭-০।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস
উসমান খোয়াজা ক বিরাট বো অশ্বিন ৫, ডেভিড ওয়ার্নার এলবিডব্লু বো অশ্বিন ১০, মার্নাস লাবুশানে এলবিডব্লু বো জাদেজা ১৭, স্টিভ স্মিথ নট আউট ২৫, ম্যাট রেনশঁ এলবিডব্লু বো অশ্বিন ২, পিটার হ্যান্ডসকম্ব এলবিডব্লু বো অশ্বিন ৬, অ্যালেক্স ক্যারি এলবিডব্লু বো অশ্বিন ১০, প্যাট কামিন্স ক ভরত বো জাদেজা ১, টড মারফি ক রোহিত বো অক্ষর ২, নাথান লিয়ন বোল্ড শামি ৮, স্কট বোল্যান্ড এলবিডব্লু বো শামি ০। অতিরিক্ত : ৫। মোট : (৩২.৩ ওভারে অলআউট) ৯১। বোলিং : মহম্মদ শামি ৪.৩-১-১৩-২, রবিচন্দ্রন অশ্বিন ১২-৩-৩৭-৫, মহম্মদ সিরাজ ১-১-০-০, রবীন্দ্র জাদেজা ১২-৩-৩৪-২, অক্ষর প্যাটেল ৩-০-৬-১।
ভারত ইনিংস ও ১৩২ রানে জয়ী
ম্যাচের সেরা : রবীন্দ্র জাদেজা

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

7 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

7 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

7 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

8 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

8 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

8 hours ago