লখনউ, ২৯ জানুয়ারি : নিউজিল্যান্ডকে (India vs New Zealand) ৬ উইকেটে হারিয়ে টি-২০ সিরিজে সমতা ফেরাল ভারত। লো-স্কোরিং ম্যাচে দাপট দেখালেন দু’দলের বোলাররা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ৯৯ রান তুলেছিল নিউজিল্যান্ড। পাল্টা ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ৪ উইকেটে ১০১ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। সূর্যকুমার যাদব ৩১ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। শেষ দু’বলে জেতার জন্য প্রয়োজন ছিল ৩ রান। ব্লেয়ার টিকনারের পঞ্চম বলে ৪ মেরে জয় এনে দেন সূর্য। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ২০ বলে ১৫ করে নট আউট থাকেন। তবে এই ম্যাচেও ব্যর্থ দুই ভারতীয় ওপেনার শুভমন গিল (৯ বলে ১১) ও ঈশান কিশান (৩২ বলে ১৯)। হতাশ করলেন রাহুল ত্রিপাঠীও (১৮ বলে ১৩)।
আরও পড়ুন-অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ: ম্যাচের সেরা হুগলির তিতাস সাধু
ম্যাচের সেরা সূর্য। তবে ভারতের (India vs New Zealand) জয়ের কারিগর বোলাররাই। তাঁরা নিউজিল্যান্ডকে একশোর কমে আটকে না রাখলে, শেষ পর্যন্ত হার্দিকরা ম্যাচটা জিততে পারতেন কি না সন্দেহ। এদিন একজন বাড়তি স্পিনার নিয়ে মাঠে নেমেছিল ভারত। উমরান মালিকের জায়গায় দলে এসেছিলেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। অ্যালান ফিনকে (১১) আউট করে কিউয়ি শিবিরে প্রথম ধাক্কা দিয়েছিলেন চাহালই। পরের ওভারেই ওয়াশিংটনের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন ফর্মে থাকা ডেভন কনওয়ে (১১)। এরপর গ্লেন ফিলিপসকে (৫) দীপক হুডা আউট করলে, স্কোরবোর্ডে ৩৫ রান তুলতে না তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছিল নিউজিল্যান্ড। চাপ আরও বাড়ে ড্যারিল মিচেল ১৩ বলে ৮ করে কুলদীপের শিকার হলে।
কিছুটা লড়ছিলেন মার্ক চ্যাপম্যান। কিন্তু ২১ বলে ১৪ রান করে তিনি রান আউটের ফাঁদে পড়েন। কিউয়িদের ঘুরে দাঁড়ানোর আশা সেখানেই শেষ। মিচেল স্যান্টনার ২৩ বলে ১৯ রান করে অপরাজিত থাকলেও, স্কোরবোর্ডে একশো রানও তুলতে পারেনি কিউয়িরা। অর্শদীপ সিং ৭ রানে ২ উইকেট দখল করেন। একটি করে উইকেট পান কুলদীপ, চাহাল, ওয়াশিংটন, হুডা ও হার্দিক।