সুনীলের হ্যাটট্রিকে পাক জয়

ভারত ৪ পাকিস্তান ০ (সুনীল হ্যাটট্রিক, উদান্ত)

Must read

বেঙ্গালুরু, ২১ জুন : সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু ভারতের (SAFF Championship- India-Pakistan)। বুধবার কান্তিরাভা স্টেডিয়ামে জাতীয় দলের জার্সিতে চার নম্বর হ্যাটট্রিক করলেন সুনীল ছেত্রী। নিট ফল, পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিল ভারত। একটি গোল উদান্ত সিংয়ের। এই গ্রুপের অন্য ম্যাচে কুয়েত ৩-১ গোলে হারিয়েছে নেপালকে।
সুনীল চতুর্থ ভারতীয় ফুটবলার হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন পূরণ বাহাদুর সিং, আইএম বিজয়ন এবং জেজে লালপেকলুহা। শুধু তাই নয়, এদিনের পর, দেশের জার্সিতে ৯০ গোল হয়ে গেল সুনীলের। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি এখন চার নম্বরে। সুনীলের থেকে বেশি গোল করেছেন লিওনেল মেসি (১০৩টি), ইরানের আলি দায়ি (১০৯টি) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১২৩টি)!
ম্যাচের দিন সকালেই বেঙ্গালুরু পৌঁছেছিল পাকিস্তান (SAFF Championship- India-Pakistan)। কয়েকজন ফুটবলার তো ম্যাচ শুরুর মাত্র ঘণ্টা ছয়েক আগে বেঙ্গালুরুতে পা রাখেন। ক্লান্ত বিপক্ষকে শুরু থেকেই চেপে ধরেছিলেন সুনীলরা। ম্যাচের আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। ভেজা মাঠও বারবার সমস্যায় ফেলছিল পাক ফুটবলারদের। ১০ মিনিটেই বিপক্ষ গোলরক্ষক হানিফের হাস্যকর ভুলের সুযোগে বল জালে জড়িয়ে দেন সুনীল। ১৬ মিনিটে পেনাল্টি থেকে ২-০ করেন সেই সুনীলই। অনিরুদ্ধ থাপার শট বক্সের মধ্যে হাতে লেগেছিল এক পাক ফুটবলারের। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সুনীল। ভারতীয়দের সঙ্গে গতি এবং স্কিলে পাল্লা দিতে না পেরে চোরাগোপ্তা পা চালাচ্ছিলেন পাকিস্তানের ফুটবলাররা। বিরতির ঠিক আগে পাক ফুটবলারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখেন স্টিমাচ। হলুদ কার্ড দেখেন পাকিস্তানের ম্যানেজারও।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও পাকিস্তানকে চাপে রেখেছিলেন ভারতীয়রা। কিন্তু একের পর এক আক্রমণ শানিয়েও পাক রক্ষণে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলছিলেন ছাংতে, কুরুনিয়ন, সামাদরা। অবশেষ ৭৪ মিনিটে পেনাল্টি থেকে ব্যক্তিগত হ্যাটট্রিক সম্পূর্ণ করার পাশাপাশি দলের তিন নম্বর গোলটি করেন সুনীল। ৮১ মিনিটে চার নম্বর গোলটি করেন পরিবর্ত উদান্ত।

আরও পড়ুন- লস্কর জঙ্গি সাজিদ মিরকে নিষিদ্ধ করার প্রস্তাব খারিজ চিনের

Latest article