লস্কর জঙ্গি সাজিদ মিরকে নিষিদ্ধ করার প্রস্তাব খারিজ চিনের

Must read

প্রতিবেদন: রাষ্ট্রসংঘে ফের ভারতের বিরোধিতা করল চিন। ২৬/১১ হামলার সঙ্গে জড়িত পাক লস্কর জঙ্গি সাজিদ মিরকে (terrorist Sajid Mir) নিষিদ্ধ করতে চেয়ে ভারতের আনা প্রস্তাব খারিজ করে দিয়েছে চিন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বেজিংয়ের কড়া সমালোচনা করেছে নয়াদিল্লি। ভারত সাফ জানিয়েছে, যেভাবে এই প্রস্তাবের বিরোধিতা করা হয়েছে, তা থেকে পরিষ্কার সন্ত্রাসবাদের মোকাবিলায় তৈরি আন্তর্জাতিক পরিকাঠামোয় বড় রকমের ফাঁক থেকে গিয়েছে। রাষ্ট্রসংঘের সন্ত্রাস-বিরোধী বৈঠকে বক্তব্য রাখার সময় বিদেশ মন্ত্রকের রাষ্ট্রসংঘের রাজনৈতিক বিভাগের যুগ্ম সচিব প্রকাশ গুপ্তা বলেন, চিন যে এই প্রস্তাবে বাধা দিয়েছে তার পিছনে রয়েছে সংকীর্ণ কূটনৈতিক স্বার্থ। উল্লেখ্য, লস্কর জঙ্গি সাজিদকে (terrorist Sajid Mir) আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করতে চেয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব দিয়েছিল ভারত।

আরও পড়ুন- হন্ডুরাসে মহিলা কারাগারে সংঘর্ষ, মৃত ৪১

Latest article