১৩ গোলে জয় মেয়েদের

Must read

হাংঝাউ, ২৭ সেপ্টেম্বর : ছেলেদের মতো ভারতীয় মহিলা হকি (Asian Games- Hockey) দলও এশিয়ান গেমস অভিযান শুরু করল বড় ব্যবধানে জিতে। বুধবার গ্রুপের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ১৩-০ গোলে হারিয়েছে ভারতীয় মেয়েরা। হ্যাটট্রিক করেন সঙ্গীতা কুমারী। জোড়া গোল নভনীত কৌরের।
শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে ছয় মিনিটেই গোল তুলে নেয় ভারত। গোলদাতা উদিতা। দু’মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন সুশীলা চানু। ১১ মিনিটে ভারতের তৃতীয় গোলটি করেন দীপিকা। ১৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ৪-০ করেন নভনীত। পরের মিনিটেই দলের পঞ্চম তথা ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন নভনীত। ফলে প্রথম কোয়ার্টারেই ভারত ৫-০ গোলে এগিয়ে গিয়েছিল।
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই জোরালো ড্র্যাগ ফ্লিকে ৬-০ করেন গ্রেস এক্কা। ১৯ মিনিটে নেহার গোলে ৭-০। তাঁকে পাস বাড়িয়েছিলেন সুশীলা। ২৩ মিনিটে দলের অষ্টম গোলটি করেন সঙ্গীতা। ৩৫ মিনিটে সালিমা টেটের গোলে ৯-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ১০-০ করেন সঙ্গীতা। ৫০ মিনিটে মণিকার গোলে ১১-০। দু’মিনিট পরেই ১২-০ করেন বন্দনা কাটারিয়া। ৫৬ মিনিটে ব্যক্তিগত হ্যাটট্রিক সম্পূর্ণ করার পাশাপাশি দলের ১৩ নম্বর গোলটি করেন সঙ্গীতা (Asian Games- Hockey)।

আরও পড়ুন- বুমোসের গোলে জয়ী মোহনবাগান

Latest article