প্রতিবেদন : রাশিয়া থেকে তেল আমদানি করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তাতে আদৌ খুশি নয় আমেরিকা। আকারে-ইঙ্গিতে নয় বরং ভারত সফরে এসে বিষয়টি জানিয়েছিলেন মার্কিন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার দিলীপ সিং। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকিও একই কথা বলেছিলেন। কিন্তু আমেরিকার সেই আপত্তি উড়িয়ে দিয়ে রাশিয়া থেকে তেল আমদানি করার সিদ্ধান্ত নিল ভারত। জানা গিয়েছে, ব্যক্তিগত উদ্যোগে রাষ্ট্রায়ত্ত তেলসংস্থাগুলি রাশিয়া থেকে তেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিভিন্ন তেল শোধনাগারের আধিকারিক এবং ব্যবসায়ীরা সরকারি দরপত্রের মাধ্যমে আমদানি করার ব্যাপারে খুব একটা আগ্রহী নন। কারণ বেসরকারিভাবে চুক্তি করলে আরও কম দামেই তেল পাওয়া যাবে বলে তাদের ধারণা। ইতিমধ্যেই রাশিয়া (Russia) থেকে অশোধিত তেল কিনছে নয়াদিল্লি। কার্যত ওপেককে পাশ কাটিয়ে রাশিয়া (Russia) থেকে দ্বিগুণ তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাগামছাড়া। এহেন পরিস্থিতিতে রাশিয়া থেকে অনেক কম দামে এবং লোভনীয় শর্তে তেল কিনতে পাচ্ছে ভারত। আন্তর্জাতিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হওয়ায় রাশিয়ার তেলের দাম কমেছে। ভবিষ্যতে রাশিয়া তেলের দাম আরও কমাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।