রৌরকেল্লা, ২৬ জানুয়ারি : হকি বিশ্বকাপের স্থান নির্ধারক ম্যাচে জাপানকে ৮-০ গোলে উড়িয়ে দিল ভারত। দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপে নকআউটে ওঠার স্বপ্ন আগেই শেষ। এই ম্যাচটা হরমনপ্রীতদের কাছে ছিল ৯ থেকে ১২-র মধ্যে থাকার লড়াই। হেরে গেলে ১৩ থেকে ১৬-র মধ্যে থাকার জন্য লড়তে হত। প্রসঙ্গত, হকি বিশ্বকাপে ভারতের সবথেকে খারাপ ফল হয়েছিল ১৯৮৬ সালে। সেবার অংশগ্রহণকারী ১২টি দলে মধ্যে ১২ নম্বরে শেষ করেছিল ভারত।
আরও পড়ুন-২১০ ফুটি তেরঙা কাঁধে পথে সুন্দরবনের মহিলারা
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে ১২ মিনিটের মধ্যে পরপর দু’টি পেনাল্টি কর্নার আদায় করে নিয়েছিল ভারত। কিন্তু গোল হয়নি। বিরতির সময় ম্যাচের ফল ছিল গোলশূন্য। তবে তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন মনদীপ সিং। তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ হয় অভিষেকের গোলে। ৪০ মিনিটে ৩-০ করেন বিবেক সাগর। ৪৪ মিনিটে দলের চতুর্থ তথা ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন অভিষেক।
আরও পড়ুন-ব্যান ওঠার দিনেও হার ইস্টবেঙ্গলের
চতুর্থ কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নার থেকে ফের গোল করে দলকে ৫-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক হরমনপ্রীত। এরপর জাপানিদের উপর আরও তিনটে গোল চাপিয়ে দেন যথাক্রমে মনপ্রীত, হরমনপ্রীত ও সুখজিৎ সিং।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…