কোরিয়াকে হারিয়ে শেষ চারে ভারত

যদিও কয়েক মিনিটের মধ্যেই ম্যাচে সমতা ফিরিয়ে আনে কোরিয়া। গোলদাতা কিম সুং হিউন। তবে দ্বিতীয় কোয়ার্টারে ফের গোল করে এগিয়ে যায় ভারত।

Must read

চেন্নাই, ৭ অগাস্ট : এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে জয়ের ছন্দ বজায় রাখল ভারত। সোমবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট আদায় করে নিলেন হরমনপ্রীত সিংরা। এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ভারতের পয়েন্ট ১০। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মালয়েশিয়া। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিনে কোরিয়া।

আরও পড়ুন-পড়ুয়া ও শিক্ষকদের সঙ্গে নিয়ে সচেতনতা প্রচার হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসির

শুরু থেকেই আক্রমণ ও প্রতি-আক্রমণে ম্যাচ জমে উঠেছিল। নীলকান্ত শর্মার গোলে এগিয়েও গিয়েছিল ভারত। যদিও কয়েক মিনিটের মধ্যেই ম্যাচে সমতা ফিরিয়ে আনে কোরিয়া। গোলদাতা কিম সুং হিউন। তবে দ্বিতীয় কোয়ার্টারে ফের গোল করে এগিয়ে যায় ভারত। গোলদাতা অধিনায়ক হরমনপ্রীত। তৃতীয় কোয়ার্টারে মনদীপ সিংয়ের দুরন্ত গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। হাল ছাড়েনি কোরিয়ানরাও। চতুর্থ কোয়ার্টারে ২-৩ করে ফেলেছিল তারা। তবে হার বাঁচাতে পারেনি। এদিকে, টুর্নামেন্টের অন্য ম্যাচে মালয়েশিয়া ৩-১ গোলে হারিয়েছে জাপানকে। আরেকটি ম্যাচে পাকিস্তান ২-১ গোলে হারিয়েছে চিনকে।

Latest article