ঢাকা, ১১ জুলাই : বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ নাটকীয় জয় ছিনিয়ে নিলেন হরমনপ্রীত কৌররা। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজও পকেটে পুরলেন। অথচ মঙ্গলবার প্রথমে ব্যাট করতে নেমে একশোরও গণ্ডি পার করতে পারেনি ভারতীয় মহিলা দল। ২০ ওভারে ৮ উইকেটে ৯৫ রানেই আটকে গিয়েছিল। পাল্টা ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮৭ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
আরও পড়ুন-কড়া শাস্তির মুখে ব্রিজভূষণ
শেষ ওভারে জেতার জন্য ১০ রান দরকার ছিল বাংলাদেশের। হাতে ছিল ৪ উইকেট। কিন্তু শেফালি ভার্মা মাত্র এক রান খরচ করে তিন উইকেট দখল করেন। একটি রান আউট। ফলে ৮ রানে ম্যাচ জিতে নেয় ভারত। তিন উইকেট দখল করেন দীপ্তি শর্মাও। দু’টি উইকেট পান মিন্নু মানি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে একা লড়াই করেন অধিনায়ক নিগার সুলতানা। তিনি ৩৮ রান করে আউট হতেই বাংলাদেশের ব্যাটিং তাসের ঘরের মতোই ভেঙে পড়ে।
আরও পড়ুন-ট্রায়ালে প্রথম, এশিয়াডে দীপা
তবে জিতলেও, ভারতীয় শিবিরকে চিন্তায় রাখছে ব্যাটারদের খারাপ ফর্ম। শেফালি (১৩) এই ম্যাচেও ব্যর্থ। রান পেলেন না স্মৃতি মান্ধানা (১৯), জেমাইমা রডরিগেজ (৮), হরমনপ্রীতরাও (০)।