জাতীয়

নামিবিয়ার পর এবার দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসছে আরও একাধিক চিতা

এবার ধাপে ধাপে ১০০টি চিতা (Cheetahs) আসতে চলেছে ভারতে। নামিবিয়ার পর এবার দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসতে চলেছে চিতা। ইতিমধ্যে ভারতের সঙ্গে এই মর্মে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

জানা গিয়েছে, এবার ধাপে ধাপে ১০ বছরে ১০০টি চিতা (Cheetahs) আসতে চলেছে ভারতে। ৭০ বছর আগে এদেশ থেকে বিলুপ্ত হয়ে যায় চিতা। তারপর গতবছর নামিবিয়া থেকে মহাদেশ পেরিয়ে ৮টি চিতা আনা হয় ভারতে। তাদের এখন রাখা হয়েছে মধ্যপ্রদেশের কুনো জঙ্গলে। এবার খোদ দক্ষিণ আফ্রিকার বুনো চিতা পাকাপাকিভাবে বসবাস শুরু করবে এদেশের জঙ্গলে।

আরও পড়ুন: ২১০ ফুটি তেরঙা কাঁধে পথে সুন্দরবনের মহিলারা

ভারতের পরিবেশ মন্ত্রক সূত্রে খবর, আগামী ১০ বছর ধরে ধাপে ধাপে প্রায় ১০০টি চিতা আনা হবে দেশে। তার প্রথম ধাপে আগামী ফ্রেব্রুয়ারি মাসে ১২টি চিতা আনার পরিকল্পনা হচ্ছে। উল্লেখ্য, গতবছর ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে যে চিতাগুলি আনা হয়েছিল, এই ১২টিকে তাদের সঙ্গেই রাখা হবে। জানা গিয়েছে, এভাবে আগামী ১০ বছর পর্যন্ত প্রতি বছর ১২টি করে চিতা আনা হবে ভারতে।

গতবছরই জানা গিয়েছিল, আগামী কয়েক বছরের মধ্যে আরও কয়েকটি আফ্রিকান চিতা ভারতে আসবে, এমনটাই জানিয়েছিলেন লরি মার্কার। যিনি ‘প্রজেক্ট চিতা’র মূল মধ্যস্থতাকারী ছিলেন। তিনি আরও জানান, বাঘেদের সংরক্ষণের বিষয়টিও নির্ভর করে মানুষের উপর। চিতা যে কোনও পরিবেশে মানিয়ে নিতে পারে এবং ভারতের আবহাওয়ার সঙ্গেও মানাতে পারবে। তবে সরকারি নথিপত্র জানাচ্ছে, ভারতে শেষ চিতাটি মারা যায় ১৯৪৮ সালে ছত্তিশগড়ে। তার পাঁচ বছর পর ১৯৫২ সালে ভারতে চিতা বিলুপ্ত হয়ে গিয়েছে বলে ঘোষণা করে তৎকালীন কেন্দ্রীয় সরকার। সেই সময় থেকে গত ৭০ বছর চিতা ছিল না দেশে।

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

9 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

9 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

9 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

9 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

9 hours ago