ইন্ডিয়া জোটে আছি জোটে থাকব

Must read

প্রতিবেদন : ইন্ডিয়া জোটটা আমি তৈরি করেছিলাম। আমরাই ইন্ডিয়া জোটের সরকার তৈরি করব। বৃহস্পতিবার হলদিয়ার মঞ্চ থেকে স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, আমরা জোটে আছি, জোটেই থাকব। কিন্তু ইন্ডিয়া জোটে এখানকার সিপিএম নেই। এখানকার কংগ্রেস নেই। তিনি বলেন, ভোট নিয়ে কাটাকুটি খেলবেন না। কংগ্রেস আর সিপিএম মিলিয়ে বিজেপির টাকায় ভোটে দাঁড়িয়ে ভাবছে ভোট কেটে তৃণমূলকে হারাবে। বিজেপির লাভ হবে। তাই একটা ভোটও কংগ্রেসকে দেবেন না, একটা ভোটও সিপিএমকে দেবেন না। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, অনেকে আমাকে ভুল বুঝেছে। আমি বলেছি বাংলায় কোনও জোট নেই, ইন্ডিয়ায় যে জোটটা, ওটা আমি তৈরি করেছিলাম। ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকব। জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই। এখানকার কংগ্রেস নেই। ভুল বোঝাবুঝির কোনও জায়গা নেই। ভুল খবর ছড়িয়েছে কোনও কোনও সংবাদমাধ্যমে। বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এটা ঠিক নয়।

আরও পড়ুন- বাংলা বিভাজনকারী বিজেপিকে ভোট নয়

Latest article