প্রতিবেদন : চলতি বছর তীব্র দাবদাহে (Heatwave) নাকাল হবে দেশবাসী। দেশের একাধিক রাজ্যে তাপপ্রবাহের আগাম সতর্কতা জারি করল মৌসম ভবন (India Meteorological Department)। আবহাওয়া বিজ্ঞানীরা বলেছেন, ১৯০১ সালের উষ্ণতম ফেব্রুয়ারির পর এবারের ফেব্রুয়ারি ছিল সবচেয়ে গরম। আসন্ন গ্রীষ্মেও ভয়ানক দহন জ্বালা সইতে হবে। যা মার্চ থেকে শুরু হয়ে মে মাস পর্যন্ত বজায় থাকবে। এই তথ্যের পরিপ্রেক্ষিতে আগাম সতর্কতা জারি করে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে তাপপ্রবাহ নিয়ে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।
আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, চলতি বছরে উষ্ণতম মার্চ মাসের সাক্ষী হবে দেশবাসী। ২০২০ সালেও ভয়ঙ্কর তাপপ্রবাহ দেখা গিয়েছিল গোটা দেশজুড়ে। তাপপ্রবাহের কারণে বহু মৃত্যুর ঘটনা ঘটেছিল। তাই এবার গ্রীষ্ম শুরুর আগেই আগাম সতর্কবার্তা জারি করল মৌসম ভবন।
আরও পড়ুন: দেশের জ্বলন্ত সমস্যা থেকে নজর ঘোরাতে ঢাল জি-২০?
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শেষ ৩০ বছরে এই প্রথম ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা এত বেশি ছিল। মার্চ থেকে এই তাপমাত্রা আরও বাড়বে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের মতো ঠান্ডা প্রধান রাজ্যগুলিতেও ইতিমধ্যে পারদ চড়তে শুরু করেছে। মৌসম ভবন (India Meteorological Department) পশ্চিম ভারতের কোঙ্কন এবং উত্তর-পশ্চিম ভারতের কচ্ছ অঞ্চলে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে। সেইসঙ্গে আরও জানিয়েছে, মার্চ থেকেই মধ্যপ্রদেশের উত্তরাংশ ও মহারাষ্ট্রের কিছু অংশে তাপপ্রবাহ শুরু হবে। রাজস্থান, দিল্লি, হরিয়ানা, দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের বিদর্ভেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। গত কয়েক দশকে ভারতে অস্বাভাবিক হারে তাপপ্রবাহ বেড়েছে। অস্বাভাবিক উষ্ণতার জেরে বহু মানুষ মারা গিয়েছেন। তাপমাত্রার বৃদ্ধির জন্য লাগাতার পরিবেশ দূষণ তথা বিশ্ব উষ্ণায়নকেই দায়ী করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।