ক্রাইস্টচার্চ, ২৮ নভেম্বর : হ্যামিল্টনে বৃষ্টি (Rain) ছড়ি ঘুরিয়েছে ম্যাচের উপর। দ্বিতীয় একদিনের ম্যাচ বাতিল হয়েছে বল না হয়েই। বুধবার একদিনের সিরিজের শেষ ম্যাচ ক্রাইস্টচার্চে। শিখর ধাওয়ানরা ইতিমধ্যেই এই শহরে পৌঁছেছেন।
একদিনের সিরিজে ভারত আপাতত ০-১-এ পিছিয়ে আছে। হ্যাগলে ওভালে জিতলে সিরিজ রক্ষা হবে। হারলে সিরিজ যাবে কেন উইলিয়ামসনদের পকেটে। কিন্তু মুশকিল হচ্ছে যে, ক্রাইস্টচার্চের ওয়েদার রিপোর্টেও বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টি হলে সবথেকে বেশি বিপদ হবে শিখরের দলের। যেহেতু তাঁরা সিরিজে পিছিয়ে রয়েছেন।
আরও পড়ুন-আবার মেয়ের সঙ্গে
রেকর্ড বলছে ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে ভারত এর আগে কখনও একদিনের ম্যাচ খেলেনি। কিন্তু নিউজিল্যান্ড এখানে ১১টি ম্যাচ খেলে জিতছে ১০টি ম্যাচে। ২০১৮-তে তারা শুধু ইংল্যান্ডের কাছে এখানে হেরেছিল। ক্রিকেট নিউজিল্যান্ডের খবর, ইতিমধ্যেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। উইকেট নিয়ে এখানে বলা হচ্ছে, বোলার ও ব্যাটার সবাই সুবিধা পাবে। টস আরও একবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই মাঠে প্রথমে ব্যাট করা দলের গড় রান ২৬২। প্রসঙ্গত, অকল্যান্ডে প্রথম একদিনের ম্যাচে ভারত ৩০৬ রান তুলেও হেরে গিয়েছিল বোলিং ব্যর্থতায়।