টি ২০-তে নতুন অধিনায়ক ও কোচের ভাবনা, ঢাকা যাওয়ার আগে রোহিতদের নিয়ে বৈঠক

কিন্তু নতুন যিনি নির্বাচক কমিটির প্রধান হবে বলে শোনা যাচ্ছে, সেই অজিত আগারকর মোটে চারটি টি ২০ ম্যাচ খেলেছেন।

Must read

মুম্বই, ২৮ নভেম্বর : বাংলাদেশ সফরের আগে রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসছে বিসিসিআই। ১ নভেম্বর মুম্বই থেকে ঢাকা যাবে ভারতীয় দল। তার আগে এই বৈঠক হওয়ার কথা।
অন্তত ছ’টি অ্যাজেন্ডা থাকছে এই বৈঠকে। এর মধ্যে যেমন ক্যাপ্টেন্সি ভাগ করে দেওয়ার ব্যাপার রয়েছে, তেমনই থাকবে টি ২০-র জন্য আলাদা কোচের ভাবনাও। এছাড়া অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপের ব্যর্থতা, কোচেদের পারফরম্যান্সের রিভিউ, নির্বাচক কমিটির রোটেশন পলিসি ও ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি নিয়েও কথা হবে।

আরও পড়ুন-বৃষ্টির পূর্বাভাস নিয়েই শিখররা ক্রাইস্টচার্চে, সিরিজ বাঁচাতে কাল জিততে হবে ভারতকে

রোহিত ও দ্রাবিড় ছাড়া মুম্বইয়ের এই বৈঠকে থাকবেন বিরাট কোহলি, নতুন বোর্ড সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ, কোষাধ্যক্ষ আশিস সেলার এবং বিদায়ী নির্বাচক প্রধান চেতন শর্মা। বোর্ডের এক সিনিয়র কর্তা এই বৈঠকের সত্যতা স্বীকার করে নিয়ে বলেছেন, ‘‘দিন এখনও ঠিক হয়নি, তবে রোহিতরা বাংলাদেশ যাওয়ার আগেই এই বৈঠক হবে। বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে। যাতে পরের বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করা যায়। রোহিত ও দ্রাবিড় জানে কী পরিবর্তন দরকার। নেতৃত্ব ও কোচ ভাগাভাগির ব্যাপার নিয়ে কথা হবে আলোচনায় বসার পর।’’
প্রসঙ্গত, ২০২৪ টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে হার্দিক পাণ্ডিয়াকে টি ২০ অধিনায়ক করার কথা ভেবে রেখেছে বোর্ড। রোহিত অধিনায়ক থাকবেন টেস্ট ও একদিনের ম্যাচে। টি ২০-তে নতুন কোচকে (বিদেশিও হতে পারেন) দায়িত্ব দিতে পারে বোর্ড।

আরও পড়ুন-আবার মেয়ের সঙ্গে

সেক্ষেত্রে টেস্ট ও একদিনের ম্যাচের দায়িত্ব সামলাবেন অন্য কোচ। এক্ষেত্রে সেটা দ্রাবিড়। বোর্ড সূত্রের খবর, টি ২০ দলে নতুন অধিনায়কের ভাবনা রোহিতকে ইতিমধ্যেই জানানো হয়েছে। তাঁর এতে কোনও আপত্তি নেই। আর নতুন কোচকে এনে দ্রাবিড়ের বোঝা হালকা করার মধ্যে আপত্তির কিছু দেখছে না বোর্ড।
এদিকে, নতুন নির্বাচকদের আবেদনের সময়সীমা শেষ হয়ে গেল সোমবার সন্ধ্যা ৬টায়। বোর্ড সূত্রের খবর, মোট ৮০ জন প্রার্থী এতে আবেদন করেছেন। দক্ষিণের শিবরামকৃষ্ণন অন্যতম আবেদনকারী। কিন্তু একই অঞ্চল থেকে জুনিয়র ও সিনিয়র নির্বাচক নেওয়া হবে কি না সেটা একটা প্রশ্ন। বোর্ড সিনিয়র নির্বাচক কমিটিতে টি ২০-র অভিজ্ঞতা চাইছে। কিন্তু নতুন যিনি নির্বাচক কমিটির প্রধান হবে বলে শোনা যাচ্ছে, সেই অজিত আগারকর মোটে চারটি টি ২০ ম্যাচ খেলেছেন।

Latest article