ন্যক্কারজনক অ্যাসিড হামলায় মৃত্যু হনুমানের

সোমবার ওই এলাকার একটি বাড়ির ছাদে অসুস্থ অবস্থায় হনুমানটিকে পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই বন দফতরে খবর দেন বাড়ির লোকেরা

Must read

সংবাদদাতা, হাওড়া : ন্যক্কারজনক ঘটনা। অ্যাসিড হামলা হনুমানের ওপর। তার জেরে মৃত্যু হল এক নিরীহ হনুমানের। ডোমজুড়ের দক্ষিণ ঝাপড়দহ এলাকায় নৃশংস এই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ওই এলাকার একটি বাড়ির ছাদে অসুস্থ অবস্থায় হনুমানটিকে পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই বন দফতরে খবর দেন বাড়ির লোকেরা। বনকর্মীরা এসে অসুস্থ হনুমানটির শুশ্রূষা শুরু করেন। কিন্তু কিছুক্ষণ পরেই হনুমানটি মারা যায়।

আরও পড়ুন-টি ২০-তে নতুন অধিনায়ক ও কোচের ভাবনা, ঢাকা যাওয়ার আগে রোহিতদের নিয়ে বৈঠক

তার গা থেকে চামড়া খসে পড়ছিল। সারা গায়ে ক্ষত ছিল। যা অ্যাসিডের জেরেই হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যে বাড়ির ছাদে হনুমানটি পাওয়া যায় সেই বাড়ির গৃহবধূ সুমনা দাস জানান, ‘সকাল থেকেই হনুমানটি নির্জীব হয়ে পড়েছিল। আমরা প্রথমে ওকে জল দিই। কিছুক্ষণ পরে হনুমানটি ছাদ থেকে নিচে গড়িয়ে পড়েও যায়। বন দফতরের কর্মীরা এসে হনুমানটিকে উদ্ধার করে নিয়ে যায়। এখানে মাঝেমধ্যে হনুমান আসে। তাড়িয়েও দেওয়া হয়। কিন্তু এমন ঘটনা কোনওদিন চোখে পড়েনি।’ বনকর্মীরা জানান অ্যাসিডের জেরেই হনুমানটির গা থেকে চামড়া খসে পড়ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে কী কারণে হনুমানটি মারা গেল তা জানতে মৃত হনুমানটির ময়নাতদন্ত হবে। তারপরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি ওই এলাকাতেই হনুমানটির গায়ে অ্যাসিড ঢালা হয়েছিল নাকি অন্যত্র কোথাও এই ঘটনা ঘটেছিল তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Latest article