মহানগরীর পরিচ্ছন্নতায় প্রশিক্ষণ কাউন্সিলরদের

মানুষকে স্পষ্ট করে বোঝাতে হবে, কোন বালতিতে কী রকম ময়লা ফেলতে হবে। এরজন্য এলাকায় এলাকায় ছোট ছোট বৈঠকও করতে হবে।

Must read

প্রতিবেদন : মহানগরীকে দূষণমুক্ত করতে পুরসভার বলিষ্ঠ পদক্ষেপ। ২৭টি ওয়ার্ডে শুরু হয়েছে আগেই। এবারে মহানগরীর প্রতিটি ওয়ার্ডেই পুরসভার উদ্যোগে শুরু হতে চলেছে উৎস থেকে জঞ্জাল পৃথকীকরণের কাজ। ডিসেম্বরেই সারা শহরে বাস্তবায়িত হবে এই প্রকল্প। নাগরিকদের এ ব্যাপারে সচেতন করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের। মঙ্গলবার থেকে এই লক্ষ্যে শুরু হচ্ছে দু’দিনের কর্মশালা। প্রথম পর্যায়ে ১ থেকে ৭ নম্বর বরোর কাউন্সিলরদের এবং দ্বিতীয় পর্যায়ে ৮ থেকে ১৬ নম্বর বরোর কাউন্সিলরদের প্রশিক্ষণ দেওয়া হবে। ডাকা হয়েছে বিশেষ বৈঠকও।

আরও পড়ুন-ন্যক্কারজনক অ্যাসিড হামলায় মৃত্যু হনুমানের

লক্ষণীয়, শহরে যেখানে-সেখানে ময়লা ফেলা নিয়ে ইতিমধ্যেই ৪০০ অভিযোগ জমা পড়েছে পুরসভায়। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থাও নিতে চলেছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট দফতর। কিন্তু একই সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই প্রকল্পে শহরের প্রতিটি পরিবারকে দেওয়া হচ্ছে দু’টি করে বালতি। একটি নীল, অপরটি সবুজ। প্রতিটি ১০ লিটারের। আর শহরের বিভিন্ন বাজার, রাস্তার ধারে এবং গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হচ্ছে ২ রঙের ডাস্টবিন। প্রতিটি ৪০ লিটারের। বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহের সময়ই আলাদা করে নেওয়া হবে পচনশীল এবং অপচনশীল বর্জ্য। সমস্ত বিষয়টির সফল বাস্তবায়নের লক্ষ্যেই কর্মশালার আয়োজন করা হয়েছে পুরপ্রতিনিধিদের জন্য। মানুষকে স্পষ্ট করে বোঝাতে হবে, কোন বালতিতে কী রকম ময়লা ফেলতে হবে। এরজন্য এলাকায় এলাকায় ছোট ছোট বৈঠকও করতে হবে।

Latest article