৯ জুন বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথ

‘এ’ গ্রুপে পাকিস্তান ছাড়া ভারতের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও কানাডা। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া

Must read

দুবাই, ৪ জানুয়ারি : নতুন বছরে ক্রিকেটের মেগা টুর্নামেন্ট টি-২০ বিশ্বকাপ। শুক্রবার কুড়ির বিশ্বকাপের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল আইসিসি। আইপিএলের ঠিক পরেই ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। ২৯ জুন বার্বাবোজে ফাইনাল। সহজ গ্রুপে পড়েছে ভারত। ‘এ’ গ্রুপে পাকিস্তান ছাড়া ভারতের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও কানাডা। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। ৯ জুন টুর্নামেন্টের সব থেকে হাই প্রোফাইল ম্যাচ। সেদিন নিউ ইয়র্কেই ভারত-পাকিস্তান দ্বৈরথ।

আরও পড়ুন-প্রধান বিচারপতিকে রাখার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা

গ্রুপের বাকি দু’টি ম্যাচ ভারত খেলবে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র (১২ জুন, নিউ ইয়র্ক) ও কানাডার (১৫ জুন, ফ্লোরিডা) বিরুদ্ধে। সুপার এইট পর্বে ভারত সব ম্যাচই খেলার সুযোগ পাবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। গ্রুপ ‘বি’-কে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে। গত দুটো টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া রয়েছে এই গ্রুপে। বাকি দু’টি দল স্কটল্যান্ড ও ওমান। দু’বার বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজ রয়েছে গ্রুপ ‘সি’-তে। সঙ্গে নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি। গ্রুপ ‘ডি’তে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস এবং নেপাল।
গ্রুপ লিগে ভারতের সব ম্যাচই মার্কিন মুলুকে। আমেরিকায় যেহেতু প্রচুর প্রবাসী ভারতীয় থাকেন, তাঁদের কথা ভেবে এবং ক্রিকেটের প্রচার ও প্রসারের জন্য ভারতের গ্রুপের সব ম্যাচ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে।

Latest article