গোটা বিশ্বের সাধারণ মানুষের কথা ভেবে ভারতকে গম (wheat) রফতানির (export) ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানাল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। আইএমএফ প্রধান ক্রিস্টিলানা জিওরগিয়েভা দিল্লিকে এক অনুরোধ বলেন, সে দেশের ১৩৫ কোটি মানুষের মুখে অন্ন তুলে দিতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ তা নিয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন-হাঙ্গেরিতে ইমারজেন্সি
তীব্র দাবদাহের কারণে ভারতে কৃষিজাত পণ্যের উৎপাদন কমেছে এটা সত্যি। সব জেনেও আইএমএফ ভারতকে অনুরোধ করছে গম রফতানির ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। সেটা যত দ্রুত হয় ততই মঙ্গল। কারণ, ভারতের দেখাদেখি অন্যান্য দেশও গম রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে। সেটা হলে বিশ্বে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।