হাঙ্গেরিতে ইমারজেন্সি

দেশে জরুরি অবস্থা জারি করলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন ওরবান।

Must read

দেশে জরুরি অবস্থা জারি করলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন ওরবান। তবে হাঙ্গেরিতে বর্তমানে জরুরি অবস্থা জারি রয়েছে। করোনা সংক্রমণ রুখতেই জরুরি অবস্থা জারি রয়েছে সেদেশে।

আরও পড়ুন-লং মার্চে ইমরান, অমিল পেট্রোল, এটিএম টাকাহীন

আগামী মঙ্গলবার জরুরি অবস্থার মেয়াদ শেষ হবে। কিন্তু তার আগেই ফের দেশে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। ওরবান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে গোটা বিশ্বের অর্থনীতিতে বড় মাপের ধাক্কা লেগেছে। সেই ধাক্কার হাত থেকে দেশের মানুষকে নিরাপদ ও সুরক্ষিত রাখতেই জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত। এই মুহূর্তে দেশবাসীকে রক্ষা করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

Latest article