লং মার্চে ইমরান, অমিল পেট্রোল, এটিএম টাকাহীন

এরই মধ্যে সদ্য ক্ষমতাচ্যুত ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের কর্মসূচিকে ঘিরে পাকিস্তানে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে

Must read

প্রতিবেদন : পাকিস্তান সরকার স্বীকার না করলেও সেদেশের অভ্যন্তরীণ পরিস্থতি অনেকটা শ্রীলঙ্কার মতোই। প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ হাফিজ বুধবার ট্যুইট করে বিষয়টি সামনে এনেছেন। হাফিজ জানিয়েছেন, লাহোরের কোনও পেট্রোল পাম্পেই পেট্রোল মিলছে না। এটিএমে মিলছে না টাকা। এই প্রাক্তন অলরাউন্ডার প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক নেতাদের সিদ্ধান্তের কারণে কেন দেশের সাধারণ মানুষকে ফল ভোগ করতে হবে?

আরও পড়ুন-ফের কিমের মিসাইল

নিজের ট্যুইটের সঙ্গে হাফিজ দেশের প্রাক্তন ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান ও শাহবাজ শরিফকে ট্যাগ করেছেন। এরই মধ্যে সদ্য ক্ষমতাচ্যুত ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের কর্মসূচিকে ঘিরে পাকিস্তানে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। দেশে অবিলম্বে সাধারণ নির্বাচনের দাবিতে লং মার্চের ডাক দিয়েছে তেহরিক-ই-ইনসাফ। ইতিমধ্যেই লং মার্চের প্রস্তুতিও শুরু করে দিয়েছে ইমরানের দল। এরই মধ্যে মঙ্গলবার ইমরানের দলের আক্রমণে প্রাণ হারিয়েছেন এক পুলিশ কর্মী। ওই ঘটনার পর শাহবাজ সরকার সব ধরনের প্রতিবাদ মিছিল নিষিদ্ধ করেছে। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে উড়িয়ে দিয়ে দেশের প্রকৃত স্বাধীনতার দাবিতে ইমরানের দলের শীর্ষনেতা ও কর্মীরা ইসলামাবাদের দিকে এগিয়ে চলছেন। স্বাভাবিকভাবেই এদিন বিভিন্ন জায়গায় পুলিশ মিছিলের পথ আটকেছে৷

Latest article