প্রতিবেদন : ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় আমেরিকা-সহ ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা জারির পরেও ভারত রাশিয়ার কাছ থেকে পণ্য আমদানি বহাল রেখেছে। এবার ভারতকে রাশিয়ার কাছ থেকে সব ধরনের পণ্য আমদানি বন্ধ রাখার আহ্বান জানাল আমেরিকা। এমনকী, মস্কোর উপর নির্ভরতা কমাতে ভারতকে সব ধরনের সাহায্য করার আশ্বাস দিল জো বাইডেন সরকার।
আরও পড়ুন-রেল স্টেশনে রুশ হামলা, হত ৩৫, বেশি শিশু-মহিলা
হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেছেন, ভারতের উচিত নয় রাশিয়া থেকে পণ্য আমদানির পরিমাণ বাড়ানো। রাশিয়া যেভাবে ইউক্রেনে গণহত্যা চালাচ্ছে তা কখনওই সমর্থন করা যায় না। মস্কোকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা জারি এবং তাদের সঙ্গে সব ধরনের আর্থিক লেনদেন বন্ধ করে দেওয়াই একমাত্র পথ। ভারতের উচিত মস্কো থেকে তেল আমদানি বন্ধ করা। প্রয়োজনে আমেরিকা ভারতকে তেল পাঠাবে। ভারত যে পরিমাণ তেল রাশিয়া থেকে আমদানি করে সেই তেল আমেরিকা ভারতকে পাঠাতে পারে।