প্রতিবেদন : গত বছর তিনেক ধরে লাদাখ ও অরুণাচল প্রদেশ সীমান্তে লাগাতার চিনা আগ্রাসনের মুখোমুখি হতে হয়েছে দেশকে। অন্যদিকে জম্মু ও কাশ্মীরে নিয়মিতই অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাক জঙ্গিরা। দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সেনার আধুনিকীকরণে জোর দিয়ে অত্যাধুনিক রুশ বোমারু বিমান কিনছে ভারত। যদিও সরকারিভাবে বিষয়টি নিয়ে এখনও কোনও কিছু জানানো হয়নি। তবে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, মিত্র দেশ রাশিয়ার থেকে ৬টি দূরপাল্লার বোমারু বিমান টিইউ-১৬০ (Tu-160) কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রুশ বায়ুসেনার এই বিমান টিইউ-১৬০ (Tu-160) হোয়াইট সোয়ান অর্থাৎ শ্বেতহংস নামেই পরিচিত। ন্যাটো এই বিমানগুলির সাংকেতিক নাম দিয়েছে ব্ল্যাকজ্যাক। এই বিমান ১২ হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত নির্ভুল লক্ষ্যে আঘাত হানার ক্ষমতা রাখে। সব মিলিয়ে ৪০ টন ওজন বইতে পারে এই বিমান।
আরও পড়ুন: ভারতের আপত্তি উড়িয়ে শ্রীলঙ্কায় আসছে চিনা নজরদারি জাহাজ
বর্তমানে ভারতীয় বায়ুসেনার অস্ত্র ভাণ্ডারে এ ধরনের দূরপাল্লার বোমারু বিমান নেই। অন্যদিকে চিনের হাতে রয়েছে জিয়ান এইচএস-৬-র মতো অত্যাধুনিক বোমারু বিমান। টিইউ-১৬০ হোয়াইট সোয়ান ভারতের হাতে এলে দেশের বায়ুসেনার শক্তিতে যে নতুন মাত্রা যোগ হবে সে বিষয়ে নিশ্চিত বিশেষজ্ঞরা।