ট্রাম্পের বাড়ি থেকে পরমাণু অস্ত্রের নথি উদ্ধার, দাবি সংবাদমাধ্যমের

Must read

প্রতিবেদন : দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বাড়িতে তল্লাশি চালিয়ে ‘গোপন এবং স্পর্শকাতর’ নথি বাজেয়াপ্ত করেছে এফবিআই। এমনকী, ট্রাম্পের বাড়ি থেকে পরমাণু অস্ত্র সংক্রান্ত ‘গোপন নথি’ও উদ্ধার হয়েছে। এমনটাই দাবি মার্কিন সংবাদমাধ্যমের। যদিও তল্লাশি চালিয়ে ট্রাম্পের (Donald Trump) বাড়ি থেকে কী মিলেছে সে বিষয়ে সরকারিভাবে কিছুই জানানো হয়নি। ট্রাম্পের বাড়িতে তল্লাশির বিষয়ে যাবতীয় তথ্য প্রকাশ করতে বিচারককে অনুরোধ জানিয়েছিল বিচার বিভাগ। তার পরই তল্লাশি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসে। সেদেশের সংবাদমাধ্যমের দাবি, গত সোমবার ট্রাম্পের বাড়িতে হানা দিয়ে ১১ সেট নথি উদ্ধার করেছে এফবিআই। তবে সেই নথিতে কী আছে, তা জানানো হয়নি। গত সোমবার ফ্লোরিডায় ট্রাম্পের ব্যক্তিগত ক্লাব ও বাড়িতে তল্লাশি চালায় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। উদ্ধার করে প্রচুর নথিপত্র। যদিও ট্রাম্পের দাবি, উদ্ধার হওয়া নথিতে ‘গোপন’ কিছু নেই। দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত রিপোর্ট দা‌বি করা হয়েছে, ট্রাম্পের বাড়ি থেকে ২০টি বাক্স উদ্ধার হয়েছে।

আরও পড়ুন: ভারতের আপত্তি উড়িয়ে শ্রীলঙ্কায় আসছে চিনা নজরদারি জাহাজ

Latest article