ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হল ১০০টিরও বেশি চিনা ওয়েবসাইট (100 Chinese websites)। আর্থিক বিনিয়োগ দুর্নীতির জেরে এই পদক্ষেপ নিতে বাধ্য হল ভারত সরকার। গত কয়েক বছরে ভারতে প্রায় ২৫০ চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে ১০০টিরও বেশি চিনা ওয়েবসাইট (100 Chinese websites) নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। এই ওয়েবসাইটগুলি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং জনশৃঙ্খলার প্রতি খুবই ক্ষতিকর। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ওয়েবসাইটগুলি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছিল। এই কারণে ব্যান করা হয়েছে।
আরও পড়ুন- শস্যভর্তি বস্তার স্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু ৭ শ্রমিকের
টিকটক, জেন্ডার-সহ একাধিক অ্যাপ ভারতে লক্ষ লক্ষ ব্যবহারকারীরা নিজেদের মোবাইল ফোনে ইনস্টল করেছিলেন। সেইগুলিও নিষিদ্ধ করা হয়েছে। এই অ্যাপগুলির বিরুদ্ধে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছিল। সম্প্রতি পাবজি নামে একটি জনপ্রিয় গেমিং অ্যাপ গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে সরানো হয়েছে।