শস্যভর্তি বস্তার স্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু ৭ শ্রমিকের

Must read

কর্ণাটকে (karnataka) শস্যভর্তি বস্তার স্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু ৭ শ্রমিকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলিয়াবাদে (karnataka- aliabad) রয়েছে রাজগুরু ইন্ডাস্ট্রির গুদাম। সোমবার রাতে ঘটনাটি ঘটে। সেই সময় সেখানে প্রায় ৫০ জন শ্রমিক কাজ করছিলেন। তখনই ১০ জন শ্রমিক শস্যভর্তি বস্তার স্তূপের নিচে চাপা পড়েন। আগেই তিনজন কর্মীকে উদ্ধার করে তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আরও পড়ুন- প্রয়াত বাম আমলের মন্ত্রী নারায়ণ বিশ্বাস

মৃত ৭ জন শ্রমিকই বিহারের বাসিন্দা। মৃতদের নাম রাজেশ মুখিয়া, রামব্রিজ মুখিয়া, শম্ভু মুখিয়া, লুখো যাদব, রাম বালক, কিশান কুমার এবং দালানচান্ডা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংস্থা রাজগুরু ইন্ডাস্ট্রি এবং মালিকের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। মৃতদের পরিবারের সদস্যদের জন্য ৫ লক্ষ এবং আহতদের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে সংস্থার তরফে।

Latest article