প্রয়াত বাম আমলের মন্ত্রী নারায়ণ বিশ্বাস

Must read

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাস (Narayan Biswas)। তিনি সিপিএমের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদকও ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। আজ, মঙ্গলবার তিনি এসএসকেএম হাসপাতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই তিনি লিভারের অসুখে ভুগছিলেন।

জানা গিয়েছে, আজ দুপুরে প্রয়াত নারায়ণ বিশ্বাসের (Narayan Biswas) দেহ প্রথমে আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হবে। তারপর সড়কপথে দেহ নিয়ে যাওয়া হবে বালুরঘাটে। আগামিকাল, বুধবার সিপিএমের জেলা দফতর ও গঙ্গারামপুরের দলীয় কার্যালয় হয়ে সকাল ১১টায় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রাক্তন মন্ত্রীর দেহ দান করা হবে।

সাতের দশকের গোড়ায় সিপিএমের দলীয় সদস্যপদ পেয়েছিলেন নারায়ণ বিশ্বাস। ১৯৯৩-১৯৯৮ পর্যন্ত দক্ষিণ দিনাজপুরের জেলা সভাধিপতি ছিলেন। তারপর তিনি বিধায়ক হন। ২০০১-২০১১ বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার সদস্যও ছিলেন। বর্তমানে তিনি ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য।

আরও পড়ুন- মিগজাউমের জেরে চেন্নাইতে মৃত বেড়ে ৮

Latest article