মিগজাউমের জেরে চেন্নাইতে মৃত বেড়ে ৮

বুধবার অর্থাৎ কাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। এরপর শীত পড়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

Must read

সোমবারই মিগজাউমের (Michaung) তাণ্ডব নাজেহাল করে ছেড়েছে চেন্নাইবাসীকে। ঘূর্ণিঝড়ের ফলে অস্বাভাবিক পরিমাণে বৃষ্টি হয়েছ চেন্নাই ও উত্তর তামিলনাড়ু উপকূলে। অন্ধ্র উপকূল জুড়ে আজ এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলবে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। সকাল থেকে পশ্চিমবঙ্গের আকাশে কালো মেঘ। আজ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। বৃষ্টি হবে কলকাতাতেও। মিগজাউম দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর বঙ্গোপসাগরে অবস্থান করছে। জানা গিয়েছে, সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল ওঙ্গোলের ২৫ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে ছিল। এমন এক দুর্যোগের কারণে চেন্নাই বিমাবন্দর বন্ধ রাখা হয়। আজ আবার চালু করা হয়েছে বিমানবন্দরের কাজ। আজও চেন্নাইয়ে বৃষ্টি জারি আছে। তবে তীব্রতা কমেছে।

আরও পড়ুন-দেশের নিরাপদতম শহর তিলোত্তমা, অপরাধের শীর্ষে রাজধানী, এক্সে বার্তা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের

ঘূর্ণিঝড়ের কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ বদল করা হচ্ছে। রেল সূত্রে খবর, আজ এর্নাকুলাম-পটনা এক্সপ্রেস ও তিরুচিরাপল্লি-হাওড়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে। বুধবার অর্থাৎ আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। এরপর শীত পড়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

Latest article