প্রয়াত সিআইডি খ্যাত অভিনেতা দীনেশ ফড়নিশ

১৯৯৮ সাল থেকে ভারতীয় দর্শকের ঘরে ঘরে খুব প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন দীনেশ ফড়নিশ। বেশ কিছু ছায়াছবিতেও দেখা গিয়েছিল তাকে।

Must read

দীনেশ ফড়নিশ (Dinesh Phadnish) গত দু’দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন। তবে শেষরক্ষা হল না। মাল্টিপল অর্গান ফেলইয়োর হয়ে মৃত্যু হয় ৫৭ বছরের অভিনেতা সিআইডি খ্যাত দীনেশ ফড়নিশের। রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার রাত ১২ টা বেজে ৮ মিনিটে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর শরীরে অনেকরকম জটিলতা ছিল তাও কাল রাতে ভেন্টিলেশন সরিয়ে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, রবিবার লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন-মিগজাউমের জেরে চেন্নাইতে মৃত বেড়ে ৮

জনপ্রিয় টিভি শো সিআইডি একসময়ে অত্যন্ত জনপ্রিয় টিভি শো ছিল। এই শো দিয়েই পরিচিতি পান ফ্রেডিরিক্স। ১৫ বছর হাস্যরসে ছোটপর্দা মাতিয়ে রেখেছিলেন তিনি। ১৯৯৮ সাল থেকে ভারতীয় দর্শকের ঘরে ঘরে খুব প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন দীনেশ ফড়নিশ। বেশ কিছু ছায়াছবিতেও দেখা গিয়েছিল তাকে।

Latest article