প্রতিবেদন : চিনের সঙ্গে উত্তেজনার মধ্যেই হিমালয় পর্বত সংলগ্ন সীমান্ত এলাকায় যৌথ সামরিক মহড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা ও ভারত (India-US Army)। আগামী অক্টোবরে ভারত-চিনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকা থেকে ১০০ কিলোমিটারেরও কম দূরত্বে এই মহড়া চলবে। শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এই যৌথ মহড়ার কথা জানিয়েছেন ভারতীয় সেনার এক শীর্ষকর্তা। গত সপ্তাহে তাইওয়ান সফরে এসেছিলেন আমেরিকার স্পিকার ন্যান্সি পেলোসি। তার পরই তাইওয়ানকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে বেজিং-ওয়াশিংটনের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে। চিন তাইওয়ানকে ঘিরে সেনা মহড়া চালাচ্ছে। এমনকী, তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে। এই উত্তেজনার মধ্যেই জানা গেল, অক্টোবরের মাঝামাঝি নাগাদ ভারত ও আমেরিকার (India-US Army) সেনা উত্তরাখণ্ডের আউলি শহরের কাছে যৌথ মহড়া দেবে।
আরও পড়ুন: তেজস কিনতে আগ্রহী একাধিক দেশ