খেলা

যশস্বী রান পেলেও চাপে থাকল দল

রাঁচি, ২৪ ফেব্রুয়ারি : শেষবেলায় ধ্রুব জুরেল আর কুলদীপ যাদব যে লড়াইটা লড়লেন, সেটা মাঝের দিকের ব্যাটাররা পারলে দ্বিতীয় দিনের শেষে ভারতকে ১৩৪ রানে পিছিয়ে থাকতে হত না। ৮৬-১ থেকে খুব অল্প সময়ের মধ্যে ১৭৭-৭ হয়ে গিয়েছিল ভারত (England-India)। সেখান থেকে অপরাজিত অষ্টম উইকেটে ৪২ রান যোগ করেছেন এই দু’জন। দলের রানকে টেনে নিয়ে গেলেন ২১৯-৭-এ। এখান থেকে এই জুটি যত এগোবে, ততই চাপ কমবে রোহিতের উপর থেকে।

রাজকোটে অভিষেক হয়েছিল জুরেলের। অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছেন। কিন্তু বল যেখানে ঘুরছে, সেখানে নিজের পা জোড়াকে ব্যবহার করা যে খুব গুরুত্বপূর্ণ সেটা বিলক্ষণ প্রমাণ করেছেন। শনিবার যেমন ৫৮ বলে ৩০ নট আউটের ইনিংসে জুরেল দুই ইংল্যান্ড স্পিনার শোয়েব বশির ও টম হার্টলিকে কখনও সামনের পায়ে, কখনও পিছনের পায়ে গিয়ে অনায়াসে খেলে দিলেন। কিন্তু তাঁর সঙ্গী কুলদীপের প্রশংসা না করলে অন্যায় হবে। তিনি ৭২ বল কাটিয়ে গেলেন ১৭ নট আউটের ইনিংসে। দেকে মনে হল যশস্বী জয়সওয়ালের রুদ্ধশ্বাস লড়াই যদি কাউকে অনুপ্রাণিত করে থাকে তাহলে সেটা জুরেল ও কুলদীপকেই। শেষবেলায় প্রায় ১৮ ওভার কাটিয়ে গেলেন এঁরা দু’জন।

রাঁচির উইকেট দেখে ইংল্যান্ড (England-India) টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল যে এখানে লম্বা স্পিনার খেলাতে হবে। সেই কারণেই শোয়েব বশিরকে দলে নেওয়া। আর ঠিক সেই কারণেই লেগস্পিনার রেহান আমেদকে বাইরে রাখা। রেহান অবশ্য পারিবারিক কারণে ইংল্যান্ডে ফিরে গিয়েছেন। এই সিরিজে আর তাঁকে দেখা যাবে না। কিন্তু যেটা বলার, বাজবল নিয়ে তুলোধোনা হওয়ার মুখে স্টোকস আর ম্যাকালাম খুব ঠান্ডা মাথায় বশিরকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। যেটা দ্বিতীয় দিনে তাঁদের ডিভিডেন্ড দিল।

স্টোকস ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের উইকেট দেখে বলেছিলেন এমন উইকেট এর আগে কোথাও দেখেননি। শনিবার বিকেলের দিকে দেখা গেল বাইশ গজে নদীর মতো ফাটল এমাথা থেকে ওমাথা ছড়িয়েছে। ইংল্যান্ড বশিরকে এনেছিল উইকেট ভাঙবে এটা ভেবেই। বশির অনেক লম্বা। তিনি অনেক উঁচু থেকে বল ছাড়েন। ফলে টার্নিং উইকেটে আরও বেশি টার্ন পাবেন। উইকেট থেকে বাউন্সও পাবেন। তাঁর এই পারফরম্যান্স সবকিছু মিলিয়ে দিয়েছে। বশিরের বোলিং গড় ৩২-৪-৮৪-৪।

কিন্তু বশির যতই ভাল বল করুন, ভারতের এই ব্যাটিং ব্যর্থতার কোনও ব্যাখ্যা হয় না। রোহিত শর্মার এই সিরিজ ভালমন্দে মিশিয়ে চলছে। এখানে যেমন সেই অ্যান্ডারসনকে উইকেট দিয়ে গেলেন ২ রানে। দলের রান তখন ৪। কিন্ত এখান থেকে যশস্বী জয়সওয়াল (৭৩) আর শুভমন গিল (৩৮) মিলে ভারতের রানকে ৮৬ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার পর থেকে পরপর উইকেট চলে গেল। শুভমনের এই ইনিংসে আত্মবিশ্বাস ছিল। খেলছিলেন ব্যাটের মাঝখান দিয়ে। কিন্তু সেট হয়েও উইকেট দিয়ে আসা যাচ্ছে না।

আরও পড়ুন- শিখদের এই অপমান মেনে নেবে না বাংলা, ক্ষমা চাইতে হবে গদ্দার ও বিজেপিকে

যশস্বী অবশ্য নিজের খেলা খেলে গেলেন। ১১৭ বলে ৭৩। মনে হচ্ছিল আরও একটা সেঞ্চুরি তাঁর জন্য অপেক্ষা করছে। কিন্তু সেটা হতে দেননি বশির। তার আগে রজত পাতিদার (১৭) যখন আউট হলেন, বোর্ডে রান ১১২-৩। তাঁর জন্য সামনে ফিল্ডার রেখে বল করছিলেন বশির। মধ্যপ্রদেশ ব্যাটার তবু সেই ট্র্যাপে পড়লেন। টানা তিনটি টেস্ট সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু সরফরাজ, জুরেল ও আকাশের মতো দাগ কাটতে পারেননি। রাহুল শেষ টেস্টে ফিরলে পাতিদারের জায়গা ঘোর সংকটে পড়বে।

জাদেজা ১২ রান করেছেন দু’বলে দুটি ছক্কার সাহায্যে। তবে ইনিংসকে আর টেনে নিয়ে যেতে পারেননি। তাঁর মতোই বড় রান করতে পারেননি রবিচন্দ্রন অশ্বিনও (১)। প্রথমজন বশিরের শিকার। অশ্বিন উইকেট দিয়ে গেলেন টম হার্টলিকে। যিনি সরফরাজ খানকেও (১৪) ফিরিয়েছেন। তার আগে সরফরাজ একবার রান আউটের হাত থেকে বেঁচেছেন। কিন্তু ব্যাট উল্টোদিকে রেখে যেভাবে তিনি ডাইভ দিলেন, তার খুব সমালোচনা করলেন সুনীল গাভাসকর। তিনি বলেছেন, মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলা ব্যাটারের থেকে এমন ভুল আশা করা যায় না। ব্যাট সোজা ফেলতে হয়। না হলে হাওয়ায় থাকলে আউটের সম্ভাবনা থাকে।

অশ্বিন ১৭৭ রানে ফিরে যাওয়ার পর জুরেল আর কুলদীপ মিলে খুব জরুরি একটা পার্টনারশিপ খেলেছেন। মূলত এইজন্যই ভারতের রান ২১৯-৭ পর্যন্ত যেতে পেরেছে। ইংল্যান্ড এর আগে সকালে তাদের ইনিংস শেষ করেছে ৩৫৩ রানে। অলরাউন্ডার অলি রবিনসন করেছেন ৫৮ রান। আগের দিনের সেঞ্চুরি করা জো রুট নট আউট থেকে যান ১২২ রানে। শেষ দুই ব্যাটার বশির ও অ্যান্ডারসন কোনও রান করতে পারেননি। জাদেজা ৬৭ রানে ৪ উইকেট নিয়েছেন। অশ্বিনের ঝুলিতে জমা পড়েছে ১টি উইকেট। এছাড়া দুই পেসার সিরিজ আকাশ নেন যথাক্রমে দুটি ও তিনটি উইকেট।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago